
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লুকিয়া গ্রামে ফিরিঙ্গি রোডের পশ্চিমে পারভীন নামে এক তরুণীকে (১৮) ধর্ষণ ও নির্যাতনের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।
৯ জানুয়ারি বুধবার রাত ১১টার দিকে নিহতের বাড়ির পেছনের বাগান থেকে রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
আরো খবর…
‘হোটেল বয়’ থেকে সুবর্ণচরের আতঙ্ক রুহুল আমিন!
হত্যার শিকার তরুণী ফিরিঙ্গি রোডের হাজী বাড়ির মোঃ জহিরুল হকের মেয়ে। এমন নিসংশ হত্যায় স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই তরুণীকে সন্ধ্যার পর কে বা কারা মোবাইলে ডেকে নেয়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।
নেয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।