আলোর নিউজ https://www.alornews.com/2022/11/Sobe-barat-2023-bangladesh.html

শবে বরাত 2023 বাংলাদেশে: Sobe-Barat-2023 Bangladesh: শবে বরাতের ইতিহাস ও গুরুত্ব

শাবান মাসের ১৪ তারিখকে ধর্মপ্রাণ মুসলমানরা একটি সৌভাগ্যবান রাত হিসেবে পালন করেন। এ রাতে আল্লাহ মুত্তাকীদের জন্য রহমতের দরজা খুলে দেন। তাই এই রাতটি পবিত্র শবে বরাত হিসেবে পালিত হয়।



আড়ো পড়ুনঃ শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার নিয়ে একটি প্রতিবেদন

পোষ্ট সূচিপত্রঃ শবে বরাত 2023 বাংলাদেশে: Sobe-Barat-2023 Bangladesh: শবে বরাতের ইতিহাস ও গুরুত্ব।


শবে বরাত কত তারিখ ২০২৩ বাংলাদেশে।

শবে বরাত ২০২৩ মার্চ মাসের ৮ তারিখে পালন করা হতে পারে। অর্থাৎ ৮-ই মার্চ ২০২৩ তারিখে শবে বরাত শুরু হবে। বাংলাদেশের সময় অনুযায়ী এই তারিখেই সারা দেশে শবে বরাত পালন করা হবে।

শবে বরাত শব্দের অর্থ: শবে বরাত 2023 বাংলাদেশে 

ফার্সি ভাষায় 'শব' শব্দের অর্থ রাত। আর 'বরাত' শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে লাইলাতুল বরাত বলা হয়, যার অর্থ সৌভাগ্যের রাত। হাদিসের ভাষ্যমতে, এ রাতে আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এই পবিত্র রাতে, পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে এবং যিকিরে লিপ্ত হয়। অতীতের পাপের জন্য ক্ষমা চাওয়ারও এটি একটি সময়। সেই সঙ্গে ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে দোয়া করেন ধর্মপ্রাণ মুসলমানরা।


অনেকে এই দিনে উপবাস করেন এবং গোপনে দাতব্য কাজ করেন। অনেক মানুষ এই রাতে তাদের মৃত পূর্বপুরুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আত্মীয়-স্বজন-প্রতিবেশী-দুঃখী মানুষের মাঝে হালুয়া, ফিরনিসহ নানা ধরনের খাবার বিতরণ করেন। রাতে মসজিদ, কবরস্থান ও মাজারে গিয়ে নামাজ আদায় করুন।

আড়ো পড়ুনঃ শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার নিয়ে একটি প্রতিবেদন

শবে বরাতের ইতিহাসঃ শবে বরাত 2023 বাংলাদেশে

শবে বরাত পালনের প্রচলন হয় ৪৪৮ হিজরিতে। একাবায়েত আল-মুকাদ্দাস ফিলিস্তিনের নাবলুস শহর থেকে এসেছেন যার নাম ইবনে আবিল হামরা। তার আবৃত্তি ছিল সুন্দর ও মধুর। যখন তিনি শা'বানের মধ্যরাতে সালাতে দাঁড়ালেন, তখন এক ব্যক্তি এসে তাঁর পিছনে দাঁড়াল। এরপর তার সঙ্গে যোগ দেন তৃতীয় একজন। তার পর চতুর্থ ব্যক্তি। তিনি নামায শেষ করার আগেই এক বিরাট দল এসে তার সাথে যোগ দিল। পরের বছর এলে বহু মানুষ তার সাথে যোগ দিয়ে দোয়া করেন। এভাবেই মসজিদুল আকসায় এই নামাজের চর্চা শুরু হয়। কালক্রমে অনেকে একে সুন্নত মনে করতে শুরু করে।

যেখানে শবে বরাত পালন করা হয়: শবে বরাত 2023 বাংলাদেশে

সমগ্র দক্ষিণ ও মধ্য এশিয়ায় এই দিনটি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, তুরস্ক, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান জুড়ে শবেবৎ পালিত হয়। আরব বিশ্বে শুধুমাত্র সুফি ঐতিহ্যের আরব ও শিয়া মুসলিমরাই এই উৎসব পালন করে। এই উৎসব স্থান ভেদে বিভিন্ন নামে পরিচিত। ইরান ও আফগানিস্তানে নিম শাবান, তুরস্কে বিরাট কান্দিলি, ভারতীয় উপমহাদেশে শেভ বারাত বা নিফসু শাবান।

শবে বরাতের খাবার: শবে বরাত 2023 বাংলাদেশে

পবিত্র শবে বরাতকে ঘিরে ঘরে ঘরে বিভিন্ন ধরনের হালুয়া, ফিরনি, রুটি ও অন্যান্য দারুণ খাবার তৈরির ঐতিহ্য রয়েছে। এসব খাবার আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। সন্ধ্যায় অনেকেই কবরস্থানে যায়। তারা তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

আড়ো পড়ুনঃ শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার নিয়ে একটি প্রতিবেদন

রমজানের শুরু : শবে বরাত 2023 বাংলাদেশে

পবিত্র শব-ই-বরাত মুসলমানদের কাছে এক কথায় রমজানের আগমনের বার্তা নিয়ে আসে, কারণ আরবি ক্যালেন্ডার অনুযায়ী শা'বান মাসের পর রমজান মাস আসে। তাই শবে বরাতের রাত থেকেই আসন্ন রমজানের প্রস্তুতিও পুরোদমে শুরু হয়।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া