বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম। অনলাইনে বিদ্যুৎ বিল চেক করুন
আজকে আলোচনা করবো কিভাবে বিকাশের মাধ্যমে এখন ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় তা নিয়ে। বিদ্যুতের বিল দিতে আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। বিকাশের মাধ্যমে খুব সহজেই আমরা বিকাশ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবো। অনেকেই জানেনা কিভাবে বিকাশ থেকে বিদ্যুৎ বিল দিতে হয় । তাই তাদের জন্য আজকের এই পোষ্টে কিভাবে বিকাশ থেকে বিদ্যুৎ বিল দিতে হয় তা নিয়ে আলোচনা করবো।
আপনি যদি বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে চান তাহলে এই পোষ্টটি মনোযোগ দিয়ে পড়বেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে বিকাশ থেকে বিদ্যুৎ বিল দিতে হয়।
আড়ো পড়ুনঃ বিকাশ হেল্প লাইন নাম্বার কত?(সকল জেলার ক্ষেত্রে) |
সূচিপত্রঃ বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
- বিকাশ কি?
- বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
- কোড ডায়াল করে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ধাপ
- মোবাইল অ্যাপস থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম দ্বিতীয় ধাপ
- অনলাইনে বিদ্যুৎ বিল চেক করুন
- বিকাশ অ্যাপ দিয়ে অনলাইন বিদ্যুৎ বিল চেক করুন
- কোড ডায়াল করে কিভাবে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
- শেষ কথাঃ বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
বিকাশ কি?
বিকাশ হচ্ছে এখনকার সময়ের একটি খুবই দ্রুত ও সহজতর অনলাইন টাকা লেনদেন করার মাধ্যম। আমরা দেশের যেখানেই থাকিনা কেন বিকাশের মাধ্যমে অনায়াসে অল্প সময়েন মধ্যে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই টাকা পাঠাতে পারি এমনকি যেকোন যায়গা থেকে বাসা বা অফিসের বিদ্যুৎ বিল দিতে পারি। বিকাশ বাংলাদেশে একটি জনপ্রিয় অনলাইন টাকা লেনদেন করার মাধ্যম। এটি অনেক বিশ্বস্ত বহুল প্রচলিত।
বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
বর্তমানে ডিজিটাল সেবা হিসাবে আমরা বিভিন্ন অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে বিদ্যুৎ বিল দিয়ে থাকি থাকি। যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদি আজ আমরা জানবো বিকাশের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল দেওয়া যায়। বিকাশের মাধ্যম আমরা দুই ভাবে বিদ্যুৎ বিল দিতে পারি- *247# কোড ডায়াল করে এবং মোবাইল অ্যাপস থেকেও খুব সহজেই বিদ্যুৎ বিল দেওয়া যায়।
কোড ডায়াল করে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ধাপ
মোবাইল কোড ডায়াল করে কিভাবে বিদ্যুৎ বিল দেওয়া যায় সেটা আগে জানবো। তার জন্য কিছু স্টেপে আমাদের কাজ করতে হবে সেগুলো নিচে বর্ণনা করা হলো।
আড়ো পড়ুনঃ বিকাশ - ভবিষ্যৎ ও সম্ভাবনা দেখে নিন
ধাপ - ১
আপনার মোবাইলে Contact এ গিয়ে কোড *247# ডায়াল করতে হবে।
ধাপ - ২
দেখবেন 6 নাম্বারে Pay Bill বেছে নিতে হবে।
ধাপ - ৩
এরপর আপনি 2 নাম্বার Electricity (postpaid) বেছে নিন।
ধাপ - ৪
এরপর 1 নাম্বার Palli Bidyut বেছে নিন।
ধাপ - ৫
এবার উপরের ছবির মত একটা এন্টারফেস আসবে সেখান থেকে 2 নাম্বার Make Payment বেছে নিন।
ধাপ - ৬
বিদ্যুৎ বিলের কাগজে যে SMS একাউন্ট নাম্বার আছে সেটা যদি Save করা না থাকে তাহলে 1 নাম্বার Input SMS A/C Number বেছে নিন।
ধাপ - ৭
এরপর বিদ্যুৎ বিলে থাকা SMS A/C Number টি এখানে বসান।
ধাপ - ৮
যে মাসের বিল দিবেন বিদ্যুৎ বিলের কাগজ দেখে ছবির মত করে মাস ও সাল লিখুন।
ধাপ -৯
এনপর বিলের কাগজ দেখে বিলের পরিমান বসান।
ধাপ -১০
সবশেষে আপনার বিকাশ Password বসিয়ে Send করুন।
ধাপ -১১
তথ্য সঠিক হলে কিছুক্ষনের মধ্যে আপনার কাছে একটি ফিরতি ম্যাসেজ এর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার বিল পরিশোধ করা হয়েছে।
মোবাইল অ্যাপস থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম দ্বিতীয় ধাপে
এতক্ষণ জানলাম কোড ডায়াল করে কিভাবে বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম। এখন আমরা জানবো বিকাশ অ্যাপস মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল দেওয়া যায়। বিকাশ অ্যাপস থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম জানতে চোখ রাখুন।
ধাপ - ১
প্রথমে আপনার বিকাশ Password বিকাশ অ্যাপসটি লগিন করুন।

ধাপ - ২
এরপর Pay Bill এ ক্লিক করুন।
ধাপ - ৩
তারপর নিচে স্ক্রল করে একটু নামুন সেখানে Palli Bidyut (Postpaid) লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
ধাপ - ৪
এরপর আপনার বিদ্যুৎ বিলের কাগজে থাকা মাসের নাম সিলেক্ট করুন এবং এসএমএস একাউন্ট নাম্বার দিন।

ধাপ - ৫
তাহলে এ রকম একটি এন্টারফেস আসবে সেখানে বিলের পরিমান দেওয়া থাকবে। আপনি আপনার বিলের কাগজের সাথে মিলিয়ে নিন এবং Tab To Continue তে ক্লিক করুন।
ধাপ - ৬
এবার আপনি আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে ডানসাইডে তীর চিহ্নতে ক্লিক করুন।

ধাপ - ৭
এবার Tab and hold to Pay Bill এ ক্লিক করে একটু ধরে রাখুন। তাহলে আপনি বিলটি দেওয়া হয়ে যাবে।
ধাপ - ৮
তথ্য সঠিক হলে কিছুক্ষনের মধ্যে আপনার কাছে একটি ফিরতি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার বিল পরিশোধ করা হয়েছে।
অনলাইনে বিদ্যুৎ বিল চেক করুন
আপনি ঘরে বসে অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল দেখতে পারেন। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন বিদ্যুৎ সেবাদাতা প্রতিষ্ঠান অনলাইন বিল পরিশোধের পদ্ধতি চালু করেছে। যেখানে পল্লি বিদ্যুৎ গ্রাহকরা তাদের মাসিক বিল অনলাইনে দেখতে পারবেন।
আড়ো পড়ুনঃ
বিদ্যুৎ বিল পরিশোধের জন্য (পোস্টপেইড মিটারের ক্ষেত্রে) মাস শেষে বিদ্যুৎ বিলের কাগজ ইস্যু করা হয়। আমরা বিদ্যুৎ বিলের কাগজ থেকে বিদ্যুৎ বিল পরীক্ষা করতে পারি।
আসুন জেনে নেই অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম আজ আমরা অনলাইনে বিদ্যুৎ বিল চেক করতে বিকাশ অ্যাপ ব্যবহার করব। আপনি চাইলে বিকাশ অ্যাপ ছাড়াই কোড ডায়াল করেও বিদ্যুৎ বিল দেখতে পারেন।
অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার সবচেয়ে সহজ উপায় হল বিকাশ অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল চেক করা। কারণ বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজেই বিদ্যুৎ বিল চেক করা যায় এবং বিল পরিশোধ করা যায়।
বিকাশ অ্যাপ দিয়ে অনলাইন বিদ্যুৎ বিল চেক করুন
অনলাইনে বিদ্যুতের বিল চেক করার নিয়ম বা বিকাশে বিদ্যুৎ বিল দেখার নিয়ম নিচে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে, আপনি সহজেই বিদ্যুৎ বিল চেক করার নিয়ম দেখে নিজেই বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।
বিকাশ অ্যাপের প্রথম পাতায় আপনি অনেক অপশন দেখতে পাবেন এবং সেখান থেকে পল্লী বিদ্যুৎ বিল চেক করতে পারবেন
⇒বিকাশ অ্যাপ থেকে Pay Bill অপশনে ক্লিক করুন⇒পল্লী বিদ্যুৎ (পোস্টপেইড) নির্বাচন করুন।
⇒বিল পেপারে উল্লিখিত SMS অ্যাকাউন্ট নম্বর প্রদান করুন
উপরে দেখানো ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে কাঙ্খিত মাসের বিদ্যুৎ বিল আপনার সামনে চলে আসবে। এবং যদি পরিশোধ হয়ে থাকে তাহলে Paid লেখা আসবে।
কোড ডায়াল করে কিভাবে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
আসুন এখন দেখি কিভাবে কোড ডায়াল করে পল্লী বিদ্যুৎ বিল চেক করতে হয়। আপনি যে মোবাইল ফোনের ডায়াল প্যাডে আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করে বিদ্যুৎ বিল চেক করতে পারেন।
⇒প্রথমে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে *247# ডায়াল করুন।
⇒বিকাশ মেনু আইটেম থেকে ছয় নম্বর বিকল্পটি নির্বাচন করুন (6. বিল পরিশোধ করুন)।
⇒তারপর নির্বাচন করুন 1. বিদ্যুৎ (পোস্টপেইড)।
⇒তারপর 1. পল্লী বিদ্যুৎ (পোস্টপেইড) নির্বাচন করুন।
⇒এখন 1. চেক বিল নির্বাচন করুন।
⇒তারপরে 1. ইনপুট SMS A/C NUMBER (SMS অ্যাকাউন্ট নম্বর) নির্বাচন করুন। এসএমএস অ্যাকাউন্ট নম্বর কাগজের বিলে লেখা থাকবে।
আড়ো পড়ুনঃ বিকাশ হেল্প লাইন নাম্বার কত?(সকল জেলার ক্ষেত্রে) |
এইভাবে কোডগুলি ডায়াল করে আপনি বিকাশ অ্যাপ ছাড়াও ডায়াল কোডের মাধ্যমে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন। ডায়াল কোডের মাধ্যমেও বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে। কিন্তু সবচেয়ে সহজ
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন