আলোর নিউজ https://www.alornews.com/2022/10/bidesh-theke-bangladeshe-taka-pathanor-niyom-2022.html

বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম ২০২২

 

বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম 2022ঃ  আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বিদেশে বসবাস করেন অর্থাৎ কাজের জন্য বিদেশ গিয়েছেন। আর যে কারনে অনেক সময় বা প্রতি মাসে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর প্রয়োজন হয়ে পড়ে।


কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর কাজটা এক ধরনের ঝামেলা মনে করেন। কিন্তু আসল বিষয় হলো বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো এখন কোন ঝামেলার বিষয়-ই নয় । 

খুব সহজেই এখন বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো যায়। আজ আমার এই আর্টিকেলে আলোচনা করবো কিভাবে খুব সহজেই বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম 2022। 

যদি আপনি কোন ঝামেলা ছাড়াই বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান, তাহলে অবশ্যই আপনি আজকের আর্টিকেলটি মন দিয়ে পড়বেণ। তাহলে চলুন সরাসরি মূল আলোচনায় ফিয়ে যায়।

আড়ো পড়ুনঃ বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া ভিসা কবে খুলবে

পোষ্ট সূচিপত্রঃ বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম ২০২২

বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

বর্তমান ডিজিটাল সময়ে আপনি পৃথিবীর যে প্রান্তেেই থাকুন না কেন, আপনি যে কোন সময় যে কোন দেশ থেকে বাংলাদেশে খুব সহজেই টাকা পাঠাতে পারবেন। সে ক্ষেত্রে আপনি চাইলে মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারেন, বা ইন্টারনেট  ব্যাংকিং ব্যবহার করতেদ পারেন, অথবা আপনি চাইলে সরাসরি ব্যাংক একাউন্ট এর মাধ্যমে অনায়াসে টাকা পাঠিয়ে দিতে পারেন।

বিদেশ থেকে ‍মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠানোর নিয়ম

বিদেশ থেকে বাংলাদেশে কিভাবে খুব সহজেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠানো যায় তার নিয়মঃ

01. বিকাশ(Bkash)

বর্তমান সময়ে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং এর দিক থেকে সব থেকে এগিয়ে বা জনপ্রিয় মাধ্যম হল বিকাশ। এবং এই মোবাইল ব্যাংকিং বিকাশ এখন গোটা বিশ্ব জুরে বিস্তৃত লাভ করেছে। আজকের দিনে আপনি খুব সহজেই বিদেশ থেকে বাংলাদেশে টাকা বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। এ জন্য আপনাকে বেশ কিছু কাজ করতে হবেঃ

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানো নিয়ম

** আপনি যদি বিদেশ থেকে বিকাশে টাকা পাঠাতে চান, তাহলে আপনাকে সবার আগে বিকাশের অথোরাইজট ও পার্টনারড ব্যাংকের শাখা, মানি এক্সচেঞ্জ বা এমটিও এজেন্ট এর কাছে যোগাযোগ করতে হবে বা যেতে হবে।

** সেখানে গিয়ে তাদেরকে বলতে হবে যে আপনি সেই দেশ থেকে বাংলাদেশে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছেন। এরপর আপনি যে নাম্বারে বিকাশে টাকা পাঠাতে চান সেই নাম্বরটি এবং সেই ব্যক্তির নাম ও প্রয়োজনীয় তথ্যগুলো জমা দিতে হবে।

** সেই সাথে আপনি যত টাকা বিদেশ থেকে দেশে পাঠাতে চাচ্ছেন সেই পরিমান টাকা উক্ত এজেন্টকে প্রদান করতে হবে।

## বিদেশ থেকে বিকাশে কত টাকা পাঠানো যাবে? 

প্রতি একদিনে আপনি সর্বনিম্ন 50/- টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1,25,000/- টাকা পাঠাতে পারবেন। এবং প্রতি মাসে সর্বোচ্চ 4,50,000/- টাকা পাঠাতে পারবেন।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর খরচ কি রকম?

আপনাকে বিদেশ থেকে বিকাশে টাকা পাঠাতে কোন প্রকার বাড়তি খরচ বা চার্জ বহন করতে হবে না। তবে আপনার পাঠানো টাকা যখন ক্যাশ আউট করা হবে তখন কিন্তু নির্ধারিত ফি দিতে হবে। সাধারনত বিকাশ অ্যাপ থেকে ক্যাশআউট করলে 17.50/- (প্রতি হাজারে) এবং অ্যাপ ছাড়া ক্যাশ আউট করলে 18.50/- (প্রতি হাজারে) ভ্যাট দিতে হবে।

আড়ো পড়ুনঃ বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া ভিসা কবে খুলবে

বিদেশ থেকে ‍ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠানোর নিয়ম

** ‍স্ক্রিল (Skrill)

বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে আমরা যারা অনলাইনে কাজ করি বা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করি। তাদের অর্জিত টাকা গুলো হাতে পাওয়ার একমাত্র মাধ্যম হলো Skrill. কারন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো থেকে টাকা উত্তোলন করার একমাত্র মাধ্যম হলো Paypal কিন্তু সেটি বাংলাদেশে চালু নেই।

মূলত সেই কারনে Skrill কে বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসার অন্যতম মাধ্যম হিসেবে ধরা হয়। আপনি যদি বিদেশ থেকে টাকা পাঠাতে চান  তাহলে আপনি Skriil. নামক ঝুঁকিহীন International Money Transfer সার্ভিসটি ব্যবহার করতে পারেন।

Skrill দিয়ে বিদেশ থেকে টাকা পাঠানোর নিয়ম 

যদি আপনি বিদেশ থেকে টাকা পাঠানোর জন্যে Skrill ব্যবহার করেন তাহলে আপনি বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবেন।  যেমন এই সার্ভিসের মাধ্যমে মানি ট্রান্সফার চার্জ ফি অনেক কম।  এবং আপনি যথেষ্ট সুরক্ষার মাধ্যমে আপনি টাকা পাঠিয়ে দিতে পারবেন।

    ** আপনি যদি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করার জন্য এই সার্ভিস টি ব্যবহার করতে চান। তবে প্রথমেই আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।

    ** আপনি এখানে ক্লিক করে স্ক্রিল (Skrill) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন এবং সরাসরি একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন।

    ** যখন আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দিয়ে একটি Skrill Account Create  করবেন। ঠিক তখন থেকেই আপনি এই সার্ভিসের মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠিয়ে দিতে পারবেন খুব সহজেই।

আর একটি স্ক্রিল একাউন্ট তৈরি করার জন্য খুব বেশি কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হয় না। বরং আপনি আপনার নাম আপনার কারেন্সি এবং আপনার একটি ইমেইল এর মাধ্যমে খুব সহজেই একটি স্ক্রিল একাউন্ট তৈরী করতে পারবেন।

Skrill দিয়ে টাকা পাঠাতে কত খরচ হবে?

আপনি স্ক্রিলে বিভিন্ন মাধ্যমে টাকা পাঠাতে পারবেন৷ যদি আপনি Skrill থেকে কোনো Local Bank এ টাকা পাঠিয়ে দেন, সেক্ষেত্রে আপনার কোনো চার্জ ফি নেওয়া হবেনা৷ কিন্তুু আপনি যদি গ্লোবাল পেমেন্ট মেথড ব্যবহার করেন, তবে আপনাকে Fee: Up To 1.25 % দিতে হবে।

মোবাইল দিয়ে Skrill ব্যবহার করা যাবে

আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই Skrill এর মাধ্যমে  লেনদেন করার কাজ সম্পন্ন করতে পারবেন।

আপনি এই আর্টিকেলে পড়তেছেন বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কিত বিস্তারিত। ধন্যবাদ আপনার অনুসন্ধানের জন্য। ভালোভাবে বুঝতে পোষ্টটি পুরো পড়ুন।

আড়ো পড়ুনঃ বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া ভিসা কবে খুলবে

বিদেশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

আপনি যদি বিদেশ টাকা পাঠানোর জন্য ব্যাংক সিলেকশান করেন তাহলে অবশ্যই আপনাকে প্রথম চয়েস এ রাখতে হবে সোনালী ব্যাংক। যদি আপনি টাকা পাঠানোর জন্য  সোনালী ব্যাংক কে ব্যবহার করতে চান। তবে আপনাকে যে ধাপগুলো অনুসরন করতে হবে তা দেওয়া হল যেমনঃ

    ** প্রথমত আপনি বর্তমান সময়ে যে দেশে অবস্থান করে আছেন। সেখানে পাশ্ববর্তী কোনো ব্যাংক অথবা কোনো তালিকাভুক্ত Exchange House কে খুজে সেখানে যেতে হবে।

    ** যখন আপনি তালিকাভুক্ত কোনো Bank অথবা Exchange House খুজে পাবেন। তখন তাদেরকে বলতে হবে যে, আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে চাইছেন৷

    ** এরপর সেই BAnk/Exchange House থাকা কর্মরত ব্যক্তিরা আপনাকে একটি Bank Form দিবে। এবং আপনাকে সেই ফর্মটি যথাযথ ভাবে পূরন করতে হবে।

আর এই কাজ গুলো সম্পন্ন হওয়ার পরে, আপনি তাদের কে অর্থ প্রদান করবেন। এবং আপনার প্রদান করা সেই অর্থ গুলো বিদেশ থেকে সোনালী ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে।

বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

আপনি যদি বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠাতে চান তাহলে আপনাকে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে। আর যদি আপনি এই ধাপ গুলো সঠিক ভাবে অতিক্রম করতে পারেন তাহলে আপনি খুব সহজেই বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।

    ** সবার আগে আপনি যেখানে অবস্থান করে আছেন তার আশাপাশে কোন Exchange House খুঁজে  সেখানে যেতে হবে।

    ** এরপর সেই Exchange House টি তালিকাভুক্ত কিনা তা অবশ্যই যাচাই করে নিবেন।

    ** যদি দেখেন যে সেই Exchange House টি তালিকাভুক্ত তাহলে সেখানে কর্মরত অফিসার দের বলুন যে আপনি বিদেশ থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের টাকা পাঠাতে চাচ্ছেন।

    ** সেখানকার Exchange অফিসার আপনার কাছে বেশ কিছু তথ্য চাইবে। যেমন, আপনার অ্যাকাউন্ট নম্বর, যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকের নাম এবং আপনি কি পরিমাণ টাকা বিদেশ থেকে ইসলামী ব্যাংকে পাঠাবেন তার পরিমাণ।

উপরোক্ত তথ্যগুলো দেওয়ার পর আপনি খুব সহজেই দ্রুততার সাথে বিদেশ থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন।

পরিশেষে, বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম ২০২২, এই আর্টিকেল এর মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম সর্ম্পকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি।

আশা করি আজকের বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম ২০২২ আর্টিকেলটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে।

সবশেষে আমাদের আর্টিকেলটি পুরো পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া