ফার্মেসী ব্যবসা শুরু করার A to Z পদ্ধতি | pharmacy business shuru korar upay
আসসালামু আলাইকুম বন্ধুরা ! আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের সাথে বর্তমান সময়ের অত্যন্ত লাভজনক ফার্মেসি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ের লাভজনক একটি ব্যবসায় মধ্যে রূপান্তরিত হয়েছে ফার্মেসি ব্যবসা বা ফার্মেসি বিজনেস আইডিয়া।
আপনি যদি ফার্মেসী ব্যবসা শুরু করতে আগ্রহী হোন । তাহলে আপনি আমাদের এই আর্টিকেল থেকে জানতে পারবেন কিভাবে Pharmacy Business শুরু করবেন ? ফার্মেসি ব্যবসায় মুনাফা কেমন ?
Pharmacy Business শুরু করতে কি কি প্রয়োজন পড়ে? ইত্যাদি বিস্তারিত জানতে পারবেন আমাদের আজকের এই Pharmacy Business আর্টিকেল থেকে।
তাহলে চলুন জেনে নেয়া যাক কিভাবে Pharmacy Business শুরু করা যায় এবং ফার্মেসি ব্যবসা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও ধারণা । আশা করি আমাদের আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়লে আপনি Pharmacy Business সম্পর্কে ভালো একটি ধারনা পাবেন। ফার্মেসী ব্যবসা করতে চাইলে এইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন।
আড়ো পড়ুনঃ ফার্মেসি ব্যবসা কিভাবে শুরু করবো এবং ফার্মেসি ব্যবসা করার কৌশল বাংলাদেশে
সূচিপত্রঃ ফার্মেসী ব্যবসা শুরু করার A to Z পদ্ধতি এবং ফার্মেসী ব্যবসা করার কৌশল সমূহ
- ফার্মেসি ব্যবসা কি ? what is pharmacy business ?
- কেন ফার্মেসি ব্যবসা করা উচিত?
- ফার্মেসি ব্যবসা কিভাবে শুরু করবো ?
- ফার্মেসি ব্যবসায় মুনাফা কেমন বা ফার্মেসি ব্যবসা লাভ কেমন ?
- ফার্মেসি কোর্স – Pharmacy course
- ফার্মেসি ব্যবসা করতে কি কি লাগে ?
- অনলাইনে ফার্মেসি ব্যবসা
ফার্মেসি ব্যবসা কি ? what is pharmacy business ?
Pharmacy Business বলতে বোঝাই এমনই একটি ব্যবসা যেখানে একজন সরকারি লাইসেন্স প্রাপ্ত ডাক্তাররের প্রেসক্রিপশন অনুযায়ী বিভিন্ন ধরনের ঔষধ বিক্রি করা হয়ে থাকে ।
প্রেসক্রিপশন ছাড়া ও ফার্মেসি ব্যবসায় সাধারণ রোগীদের বিভিন্ন রোগের ওষুধ বিক্রি করা হয়ে থাকে ।
তবে আমরা সবাই জানি যে Pharmacy বিজনেসে বেশিরভাগ সময় প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ বিক্রি করে থাকে। ফার্মেসি ডাক্তাররা পাইকারি দরে ওষুধ ক্রয় করে তা রোগীদের নিকট খুচরা দামে বিক্রি করে থাকে।
যেকোনো ধরনের ঔষধ ফার্মেসী দোকানে খুব সহজে আমরা পেয়ে থাকি। আর এই সকল ওষুধগুলো পাইকারি ও খুচরা বিক্রি করার জন্য ফার্মেসি প্রয়োজনীয়তা অনুভব করা যায়।
তাই বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোর মধ্যে অন্যতম একটি ব্যবসা হয়ে উঠেছে Pharmacy বিজনেস আইডিয়া ।
কেন ফার্মেসি ব্যবসা করা উচিত?
আমাদের সবারই একটি আগ্রহ থাকে যে পড়াশোনা শেষ করে ছোট কিংবা বড় নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার । কিন্তু মূলধনের অভাবে , সঠিক সিদ্ধান্ত ও পরিকল্পনার অভাবে ব্যবসা প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠা করা সম্ভব হয়ে উঠে না।
পাশাপাশি কি ব্যবসা করবো এবং ব্যবসা সম্পর্কে ধারণা না থাকার কারণে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হয়ে ওঠেনা।
বর্তমানে যারা পড়াশোনা শেষ করে বেকার অবস্থায় ঘোরাফেরা করছেন এবং যারা নতুন ব্যবসা শুরু করতে আগ্রহী তাদের জন্য উত্তম এবং আদর্শ একটি ব্যবসা হবে Pharmacy Business।
কেননা ফার্মেসি ব্যবসা শুরু করতে ডাক্তারের মতো তেমন কোনো অভিজ্ঞতা ও মূলধনের প্রয়োজন হবে না।
আপনি চাইলে ৩ থেকে ৪ মাসের একটি ফার্মেসি কোর্স নিয়ে Pharmacy Business শুরু করে দিতে পারেন।
বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোর মধ্যে ফার্মেসি ব্যবসা অন্যতম। এবং Pharmacy বিজনেসের ব্যাপক চাহিদা রয়েছে আমাদের বাংলাদেশে ।
তাই যারা গ্রাজুয়েশন শেষ করে বেকার অবস্থায় রয়েছেন এবং যারা নতুন ব্যবসার আইডিয়া খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য আদর্শ একটি ব্যবসা হবে Pharmacy Business। ফার্মেসি ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী হিসেবে সহজেই গড়ে তুলতে পারবেন ।
ফার্মেসি ব্যবসা কিভাবে শুরু করবো ?
আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে অত্যন্ত লাভজনক একটি ব্যবসা হল Pharmacy Business । এই Pharmacy ব্যবসায় আপনাকে শুধু বসে বসে ঔষধ বিক্রয় করতে হবে । এর বাহিরে তেমন কোন কষ্টের কাজ করতে হবে না।
কোথাও গিয়ে ওষুধ ক্রয় করে আনার ঝামেলাও নেই। কারণ বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের ওষুধগুলো আপনাদের নিকট পৌঁছে দিবে।
আপনার শুধু ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী বা বিভিন্ন রোগের চাহিদা অনুযায়ী ওষুধগুলো খুচরা মূল্যে বিক্রয় করতে হবে। একটি ফার্মেসি ব্যবসা কিভাবে শুরু করবো বা করবেন তা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
আড়ো পড়ুনঃ ফার্মেসি ব্যবসা কিভাবে শুরু করবো এবং ফার্মেসি ব্যবসা করার কৌশল বাংলাদেশে
ফার্মেসি ব্যবসায় মুনাফা কেমন বা ফার্মেসি ব্যবসা লাভ কেমন ?
একটি সঠিক সিদ্ধান্ত এবং পরিকল্পনা গ্রহণ করে আপনি যখন একটি ব্যবসা গঠন করেন তখন তা থেকে অবশ্যই ভালো পরিমাণে মুনাফা আয় করতে পারবেন।
সেক্ষেত্রে যদি Pharmacy Business হয় তাহলে তোহ আর কোন কথাই নেই। কারণ ফার্মেসি ব্যবসায় ৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত মুনাফা করা সম্ভব ।
আরো পড়ুন,,
এই বিষয়টা আপনি তখনি বুঝবেন যখন কয়েক মাস আপনি কোন ফার্মেসিতে কাজ করবেন। ফার্মেসি ব্যবসায় ভালো মুনাফা রয়েছে তাই আপনি খুব সহজে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন
ফার্মেসি কোর্স – Pharmacy course
আপনি যদি ফার্মেসি ব্যবসা করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি যেকোনো সাবজেক্ট এর স্টুডেন্ট হয়েও Pharmacy Business করতে পারবেন।
আপনাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে তা বাধ্যতামূলক নয়। আপনি আর্টস, কমার্স এর স্টুডেন্ট হয়েও Pharmacy Business করতে পারবেন।
ফার্মেসি ব্যবসা শুরু করতে আপনার প্রয়োজন হবে সরকারি বৈধ লাইসেন্স । এবং এর জন্য আপনাকে বিভিন্ন সরকার কর্তৃক বৈধ ইনস্টিটিউট থেকে ফার্মেসি কোর্স করতে হবে ।
এরপর শুরু করতে হবে Pharmacy Business । আপনি ৩ থেকে ৪ মাসের একটি ফার্মেসি কোর্স নিয়ে Pharmacy Business শুরু করে দিন।
তবে Pharmacy বিজনেসের জন্য আপনাকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে হবে । তাহলেই আপনি ফার্মেসি কোর্স নিতে পারবেন। প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে আপনি ৩ থেকে ৪ মাসের কোর্স নিয়ে ফার্মেসি ব্যবসা শুরু করতে পারবেন ।
ফার্মেসি ব্যবসা করতে কি কি লাগে ?
Pharmacy Business শুরু করতে আপনার যে সকল জিনিসগুলোর প্রয়োজন হবে তা নিচে দেওয়া হলো । একটি ফার্মেসি ব্যবসা শুরু করতে আপনার অবশ্যই মেডিকেল সার্টিফিকেট , ঔষধ লাইসেন্স , ট্রেড লাইসেন্স , ফার্মেসি স্টল বা দোকান , মূলধন ইত্যাদি প্রয়োজন হবে ।
১/ মেডিকেল সার্টিফিকেট
আপনি হয়তো এখন ভাবছেন যে আমি তো মেডিকেলে পড়াশোনা করিনি তাছাড়া ওষুধ সম্পর্কে আমার তেমন কোন ধারণা বা অভিজ্ঞতা নেই। তাহলে আমি মেডিকেল সার্টিফিকেট পাবো কোথায় থেকে ? এরকম ধারণা আমাদের সবারই মধ্যেই রয়েছে।
তাই বন্ধুরা চিন্তার কোন কারণ নেই চলুন জেনে নিই কিভাবে আপনি মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন সেই বিষয় সম্পর্কে।
আপনি অবশ্যই Pharmacy Business শুরু করতে পারবেন তবে তার জন্য অবশ্যই আপনার কিছু জিনিস ও লাইসেন্স প্রয়োজন হবে ।
আপনি সাইন্স, আর্টস, কমার্স যে কোন বিষয় নিয়ে পড়াশোনা করেন না কেন আপনি চাইলেই Pharmacy Business শুরু করতে পারবেন। সেক্ষেত্রে বিষয় বা সাবজেক্ট কোন ব্যাপার নাহ ।
আপনি ইন্টারমিডিয়েট অথবা অনার্স কমপ্লিট করতে পারলেই বর্তমান সময়ের অত্যন্ত লাভজনক Pharmacy বিজনেসটি শুরু করতে পারবেন।
এক্ষেত্রে বাংলাদেশে অনেক ধরনের সরকারি লাইসেন্সপ্রাপ্ত বৈধ প্রতিষ্ঠান রয়েছে। যেখানে ফার্মেসি ব্যবসা করার জন্য বিভিন্ন ঔষধ ও রোগের প্রতিকার সম্পর্কে ফার্মেসি কোর্স প্রদান করে থাকে ।
এবং প্রতিষ্ঠানগুলো ফার্মেসি কোর্স শেষে মেডিকেল সার্টিফিকেট প্রদান করে থাকে
আপনি এই ধরনের প্রতিষ্ঠান থেকে ৩ – ৪ মাসের একটি ফার্মেসি কোর্স নিয়ে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন এবং আপনার কাঙ্খিত Pharmacy Business শুরু করতে পারেন।
একটি বিষয় মাথায় রাখতে হবে সরকারি নিবন্ধিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সে প্রতিষ্ঠানগুলো থেকে ফার্মেসি কোর্স করতে হবে।
কেননা বাংলাদেশে অনেক প্রতারক রয়েছে যারা মানুষদের সাথে প্রতারণা করে টাকা লুটপাট করে থাকে। তাই সাবধান প্রতারকদের কাছ থেকে ।
আড়ো পড়ুনঃ ফার্মেসি ব্যবসা কিভাবে শুরু করবো এবং ফার্মেসি ব্যবসা করার কৌশল বাংলাদেশে
২/ ঔষধ লাইসেন্স
বিভিন্ন ধরনের রোগীদের জন্য প্রেসক্রিপশন অনুযায়ী কিংবা রোগীদের চাহিদা অনুযায়ী ঔষধ বিক্রি করার জন্য আপনার প্রয়োজন হবে সরকার কর্তৃক বৈধ ঔষধ লাইসেন্স।
ওষুধ লাইসেন্সের জন্য আপনার কিছু টাকা খরচ হবে এবং আপনি মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে খুব সহজেই ওষুধ লাইসেন্সটি সংগ্রহ করতে পারবেন।
বৈধভাবে যেকোনো ঔষধ বিক্রি করার জন্য আপনার প্রয়োজন হবে সরকারি প্রদানকৃত বৈধ ওষুধ লাইসেন্স।
কেননা আপনি ঔষধ লাইসেন্স ছাড়া কোন ধরনের ওষুধ বিক্রি করতে পারবেন না । এবং তা আইনের দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। তার জন্য আপনাকে জেল-হাজতে যেতে হতে পারে।
তাই ফার্মেসি ব্যবসার জন্য মেডিকেল সার্টিফিকেট এর পরেই গুরুত্বপূর্ণ হলো ঔষধ লাইসেন্স। আপনার যদি ওষুধ লাইসেন্স থাকে তাহলে আপনি যেকোনো ধরনের ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করে রাখতে পারবেন।
মেডিকেল সার্টিফিকেট এর পাশাপাশি যদি দরকারি ও প্রয়োজনীয় সব কাগজপত্র থাকে তাহলে ওষুধ লাইসেন্স পেতে আপনার তেমন কোন অসুবিধা হবে না।
৩/ ট্রেড লাইসেন্স
মেডিকেল সার্টিফিকেট ও ঔষধ লাইসেন্স নেওয়ার পর আপনার প্রয়োজন হবে দোকান দেওয়ার জন্য বা Pharmacy Business করার জন্য একটি ট্রেড লাইসেন্স।
আপনি যে জায়গায় বা যে স্থানে ফার্মেসি ব্যবসা শুরু করতে চান । সেই এরিয়া থেকে আপনাকে একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে।
আপনি যে এলাকাতে Pharmacy Business করতে চান সে এলাকার জেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে।
ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে আপনার ৫০০ থেকে ২০০০ টাকা মতো খরচ হতে পারে।
আপনার কাছে যদি মেডিকেল সার্টিফিকেট ও ঔষধ লাইসেন্স থাকে তাহলে আপনি খুব সহজেই জেলা কার্যালয় অথবা উপজেলা কার্যালয় থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারবেন ।
তাছাড়া আমাদের বাংলাদেশে বর্তমানে যে কোন ব্যবসা করার জন্য সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।
তাই Pharmacy Business শুরু করার জন্য মেডিকেল সার্টিফিকেট ও ওষধ লাইসেন্সের পরে আপনার প্রয়োজন হবে একটি ট্রেড লাইসেন্স।
৪/ ফার্মেসি স্টল বা দোকান
যেকোনো ফিজিক্যাল ব্যবসার জন্য আপনার প্রয়োজন হবে একটি স্টল বা দোকান। ফার্মেসি ব্যবসার জন্য আপনার একটি দোকান বা স্টল এর প্রয়োজন হবে।
Pharmacy দোকানটি আপনাকে এমন স্থানে দিতে হবে যেসব স্থানে বা যেসব জায়গায় লোকসমাগম বেশি রয়েছে ।
এবং মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো এসব স্থানে ফার্মেসির দোকান দিলে আপনার ভালো বিক্রি হবে পাশাপাশি মুনাফাও ভালো হবে।
আপনাকে খেয়াল রাখতে যেকোনো সময় মানুষের প্রয়োজনীয় ওষুধ খুব সহজে ক্রয় করার জন্য আপনার দোকানে যেন দ্রুত আসতে পারে ।
তাই যাতায়াত ব্যবস্থা ভালো ও লোকসমাগম আছে এসব স্থানে ফার্মেসির দোকান প্রতিষ্ঠা করা আপনার জন্য অনেক ভালো হবে।
৫/ মূলধন
আপনি বাজারে যেকোন ব্যবসা শুরু করতে চান না কেন সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে মূলধন বা পুঁজি। ঠিক তেমনি Pharmacy বিজনেসের ক্ষেত্রে মূলধন এর প্রয়োজন হবে।
তবে ফার্মেসি ব্যবসার জন্য সাধারণত প্রায় ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে সুন্দর ভাবে Pharmacy বিজনেসটি পরিচালনা করতে পারবেন।
এক্ষেত্রে আপনার উপর নির্ভর করে আপনি কত টাকার বিনিয়োগ করে ফার্মেসির ব্যবসা শুরু করতে চান। আপনি যত বেশি বিনিয়োগ করবেন তত বেশি মুনাফা অর্জন করতে পারবেন Pharmacy Business থেকে।
আপনি যদি কাস্টমার ও রোগীদের চাহিদা অনুযায়ী সকল প্রকার ওষুধ আপনার দোকানে রাখতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু বেশি টাকা বিনিয়োগ করতে হবে।
আবার আপনি যদি যেকোনোভাবে ছোটখাটো একটি দোকান দিয়ে এবং কিছু ওষুধ নিয়ে Pharmacy Business করতে চান তাহলে আপনার তেমন কোনো মূলধনের প্রয়োজন হবে না । আপনি স্বল্প মূলধনে Pharmacy বিজনেসটি শুরু করতে পারবেন।
তাই আপনি যদি সুন্দরভাবে এবং ভালোভাবে ফার্মেসির ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে প্রায় ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত মূলধন বিনিয়োগ করার মন-মানসিকতা রাখতে হবে।
তাহলেই আপনি ভালো মুনাফা অর্জন করতে পারবেন আপনার Pharmacy Business থেকে।
আড়ো পড়ুনঃ ফার্মেসি ব্যবসা কিভাবে শুরু করবো এবং ফার্মেসি ব্যবসা করার কৌশল বাংলাদেশে
fdgghfghঅনলাইনে ফার্মেসি ব্যবসা
আপনি চাইলে আপনার ফিজিক্যাল ফার্মেসি ব্যবসার পাশাপাশি অনলাইনেও Pharmacy Business পরিচালনা করতে পারেন। যেমন : বর্তমান সময়ে মানুষ অনলাইনে অনেক সময় ব্যয় করছে ।
আপনি চাইলে অনলাইন মাধ্যমটিকে ব্যবহার করে অফলাইনের পাশাপাশি অনলাইনেও Pharmacy বিজনেসটি পরিচালনা করতে পারেন।
আপনার দোকানের নামে একটি পেইজ অথবা ওয়েবসাইট খুলে সেখানে বিভিন্ন ঔষধের কার্যকারিতা দিয়ে রাখবেন।
তখন মানুষজন তাদের চাহিদা অনুযায়ী ঔষধ আপনার ফেসবুক পেইজ অথবা ওয়েবসাইটে অর্ডার করে সংগ্রহ করতে পারবে।
এক্ষেত্রে আপনি অফলাইন এর পাশাপাশি অনলাইনেও Pharmacy Business পরিচালনা করে ভালো অর্থ উপার্জন করতে পারবেন।
অনলাইনে ফার্মেসি ব্যবসা পরিচালনা করার জন্য আপনার প্রয়োজন হবে একটি ফেসবুক পেইজ অথবা একটি ওয়েবসাইট ।
যেখানে গিয়ে কাস্টমাররা তাদের প্রয়োজনীয় ওষুধগুলো অর্ডার করতে পারবে । সেরকম একটি মাধ্যম আপনাকে তৈরি বা সেটআপ করতে হবে। একটি ওয়েবসাইট কিভাবে তৈরী করতে হবে অথবা ওয়েবসাইট তৈরী করে নিতে যোগাযোগ করুন আমাদের সাথে ।
আমাদের শেষকথা
আজকের আর্টিকেলে আমি ফার্মেসি ব্যবসা রিলেটেড যে সমস্ত খুটিনাটি বিষয় আছে। সেগুলোর সবকিছু নিয়ে আলোচনা করার চেস্টা করেছি।
তবে এরপরও যদি আপনার কোনো সমস্যা থাকে। কিংবা Pharmacy Business রিলেটেড আরও কোনো কিছু জানার থাকে। তাহলে নিচের দিকে একটা কমেন্ট করে জানাবেন।
আমি যথাযথ চেস্টা করবো আপনার সমস্যার সমাধান করার।
আলোর নিউজ এর সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন