বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া ভিসা কবে খুলবে
বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া ভিসা কবে খুলবে?
অন্যান্য সম্পদের মত বাংলাদেশের আরেকটি মূল্যবান সম্পদ হল এদেশের জনবল।এদেশের জনসংখ্যা অনেক বেশি।তাই এই বিপুল পরিমাণ জনসংখ্যার চাহিদা পুরণ করতে গিয়ে সরকারকে হিমশিম খেতে হয়।
তাই এই জনসংখ্যাকে কাজে লাগিয়ে অর্থ আয় করার উপায় হিসেবে বিদেশে শ্রমিক হিসেবে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য জনশক্তি রপ্তানি করা হয়।
পৃথিবীর অন্যান্য দেশের মত মালয়েশিয়াতেও বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করা হত।কিন্তু কয়েক বছর ধরে সে প্রক্রিয়াটি বন্ধ ছিল।কয়েকদিন আগে মালয়েশিয়া সরকার আবার বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার ঘোষণা দিয়েছে।
এজন্য যারা যারা মালয়েশিয়া যেতে চান তারা জানতে চান মালয়েশিয়া ভিসা কবে খুলবে। আজকের আর্টিকেল টি তাদের জন্যই লেখা।
মালয়েশিয়া ভিসা কবে খুলবে ২০২২
ঢাকা এবং কুয়ালালামপুর ২০১৭-১৮ সালে নিয়োগে কারসাজি করে এমন দশ সদস্যের সিন্ডিকেটের অভিযোগের পরে তিন বছরেরও বেশি বিরতির পরে গত বছরের ১৯ ডিসেম্বর শ্রম নিয়োগের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
মালয়েশিয়ার সরকার ২০১৮ সালের সেপ্টেম্বরে নিয়োগ বন্ধ করে দেয় কারণ শ্রমিক নিয়োগের অতিরিক্ত খরচ জোরপূর্বক শ্রম এবং মানব পাচারের কারণ ছিল।
সরকার আশা করছে, মালয়েশিয়া চার বছরের নিষেধাজ্ঞার পরে বাংলাদেশের জন্য জনশক্তি বাজার পুনরায় চালু করেছে, যা বৈদেশিক চাকরি এবং রেমিট্যান্স বৃদ্ধির পথ প্রশস্ত করবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী (EWOE) ইমরান আহমেদ, একটি যৌথ বৈঠকের পরে, মালয়েশিয়া ভিসা কবে খুলবে এরকম প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে মালয়েশিয়া এই জুলাই মাসের মধ্যে কর্মী নিয়োগ শুরু করবে।
এছাড়া মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় ১৪ জুলাই ২০২২ এক বিবৃতিতে বলেছে যে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন দ্বারা ২,০০০ টিরও বেশি বাংলাদেশী কর্মী নিয়োগের সত্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী সপ্তাহগুলিতে প্রক্রিয়াটি শুরু হবে বলে আশা করা হচ্ছে।
মালয়েশিয়ার বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, যে নিয়োগকর্তারা শুল্ক পরিশোধ করেছিলেন এবং বাংলাদেশী শ্রমিকদের নিয়োগের পরিকল্পনা করেছিলেন তারা এখন কর্মসংস্থান এবং কাজের ভিসার ডকুমেন্টেশন নিশ্চিতকরণের জন্য কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে তাদের আবেদন জমা দিতে পারবেন।
প্রথম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকের সম্মত কার্যবিবরণীতে স্বাক্ষরের পর মন্ত্রী অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, বাজার পুনরায় চালু হওয়ার পর বাংলাদেশ আগামী এক বছরে মালয়েশিয়ায় ২০০,০০০ এরও বেশি কর্মী পাঠাতে সক্ষম হবে।
মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে
পূর্ববর্তী নিয়োগ ব্যবস্থায় সিন্ডিকেশনের পরে প্রায় চার বছরের স্থগিতাদেশের পরে পুনরায় চালু করা হয়েছে মালয়েশিয়ান কলিং ভিসা। মালয়েশিয়া সরকার ২০১৮ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয়।
পরবর্তীতে মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে শ্রমিক সংকট দেখা দেয় যে কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার আহবান জানায়।এ ঘোষণার প্রেক্ষিতে ২০২২ এর ২৪ জুলাই থেকে বাংলাদেশ অংশে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে।
মালয়েশিয়া মেডিকেল কবে খুলবে
২৬ জুলাই ২০২২ থেকে মালয়েশিয়া যেতে আগ্রহী শ্রমিকদের মেডিকেল টেস্ট বা চেকাপের অনুমতি সরকার থেকে দেওয়া হয়েছে।১০/১২ টি মেডিকেল সেন্টারকে এই অনুমতি দিয়েছে।
তবে মালয়েশিয়া গমনেচ্ছুক কোন শ্রমিক একা একা কোন মেডিকেল সেন্টারে গিয়ে টেস্ট বা চেকাপ করালে তা গ্রহণযোগ্য হবে না।মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মী যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাবেন তারা যখন আপনাকে যে মেডিকেল সেন্টার থেকে চেকাপ করাতে বলবে আপনাকে তাদের নির্ধারিত তারিখে নির্ধারিত সেই মেডিকেল সেন্টার থেকেই চেকাপ করাতে হবে।এজন্য নির্দিষ্ট করে কোন তারিখ বলা যাবে না।সামনে এসব নিয়ে জানা যাবে।
মালয়েশিয়ার ফ্লাইট কবে চালু হবে
নানান আলোচনা সমালোচনার পর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে বাংলাদেশের ১১ টি রিক্রুটিং এজেন্সি।তাদের মাধ্যমেই মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী যেতে পারবে।গত ২৭ জুলাই এ অনুমোদন পেয়েছে।
প্রাথমিকভাবে ৮৭২ জন কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে।ফলে ভিসা প্রক্রিয়া শেষে আগস্ট মাসের মাঝামাঝি থেকে কর্মীদের ফ্লাইট শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
মালয়েশিয়ায় গমনেচ্ছুক কর্মীদের বেতন কত
মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মীদের বেতন কত?মালয়েশিয়ায় যেসকল কর্মী যেতে চাচ্ছেন তাদের ভিসার মেয়াদ ৩ বছর।আর তাদের বেতন সর্বনিম্ন ১৫৫০ রিংগিত করা হয়েছে।যা বাংলাদেশি টাকায় ৩২,০০০ টাকার মত।তবে কাজের ধরণ বুঝে বেতন আরও বাড়বে।
বাসস্থান, খাদ্য ও বিমান ভাড়া কোম্পানি বহন করবে।এছাড়াও বার্ষিক ৬০০ রিংগিত মেডিকেল ভাতা দেবে বলে জানা গেছে।
কোন কোন খাতে কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়া শ্রমিক সংকটে ভোগার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিতে চাচ্ছে। তারা কৃষি,পরিষেবা,খনি ও খনন,উৎপাদন,বাগান,গৃহকর্মী, কারখানার জন্য মুলত জনবল নিতে চাচ্ছে।
বাংলাদেশ থেকে যেসব কর্মী মালয়েশিয়া যেতে চান কাজ করতে তারা এ ধরণের কাজে দক্ষ হলে ভালো করবেন।সহজ হবে তাদের জন্য।
নিম্নে সেসব নিয়ে বর্ণনা দেওয়া হল:
★কৃষি খাত:
মালয়েশিয়া কৃষি খাতে উন্নত হলেও বর্তমানে জনশক্তির অভাব বোধ করছে।তাই তারা এ খাতে বাংলাদেশ থেকে কর্মী নেবে।মালয়েশিয়ায় প্রচুর পাম অয়েল উৎপাদন হয়।এজন্য সেখানে পাম চাষও হয় প্রচুর।এসব পাম গাছের বাগানে গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য জনশক্তি নিয়োগ করার ঘোষণা দিয়েছে। এছাড়া কৃষি খাতের অন্যান্য কাজেও লোকবল নেবে।
★পরিষেবা:
মালয়েশিয়াতে রেস্তোরাঁ এবং রিসোর্টে হোটেল বয়স বা অন্যান্য সহযোগী হিসেবে প্রচুর জনবল দরকার।হাসপাতালে ওয়ার্ড বয় বা অন্যান্য সহযোগি দরকার।এজন্য তারা এদেশ থেকে জনশক্তি নিতে চাচ্ছে। আপনি যদি এরকম কোন কাজে দক্ষ হন তবে আপনার জন্য মালয়েশিয়ায় কাজের অপার সুযোগ রয়েছে।
★নির্মাণ খাত:
মালয়েশিয়া উন্নত দেশের কাতারে উঠে গেছে।আর তারা তাদের অবস্থান ধরে রাখতে অবকাঠামোগত উন্নয়ন করছে।এজন্য প্রচুর নির্মাণশিল্পের কাজ হচ্ছে। আর এসব কাজের জন্য নির্মাণ শ্রমিকের সংকট দেখা যাচ্ছে। এ সংকট নিরসনে তারা বাংলাদেশ থেকে লোকবল নিতে চায়।
★গৃহকর্মী:
মধ্যপ্রাচ্যের মত মালয়েশিয়ায়ও বিদেশ থেকে গৃহকর্মী নেয়ার দরকার হচ্ছে। আর এ সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশ কর্মী পাঠাতে চাচ্ছে।
★ড্রাইভিং:
মালয়েশিয়া যেতে চান এমন কেউ ড্রাইভিং জানলে খুবই ভালো হবে তার জন্য।এজন্য ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।তাই যাদের এ লাইসেন্স আছে তারা এ সুযোগ কাজে লাগাতে পারেন।
মালয়েশিয়া যাওয়ার যোগ্যতা
পৃথিবীর অনেক দেশেই বাংলাদেশ থেকে কর্মী যেতে অনেক পড়াশোনা বা মিনিমাম HSC পাশের সার্টিফিকেট লাগে।কিন্তু মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে চাইলে শুধুমাত্র ৮ম শ্রেণী পাশ হলেই হবে।
তবে হ্যা আপনাকে কোনো না কোনো কাজে দক্ষ হতে হবে।আর সেসব কাজের অভিজ্ঞতা সনদ লাগবে। তবে বাংলাদেশের দুইটা সংস্থা BMET এবং BOESL তাদেরকে দুই তিন মাস ট্রেনিং দিয়ে উপযুক্ত করে তারপর পাঠাবে।অবশ্য আগেই যদি এসব কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আর ট্রেনিং লাগবে না।
মালয়েশিয়া যাওয়ার মোট খরচ কত?
মালয়েশিয়া ভিসা কবে খুলবে তা হয়ত এখন আর অজানা নেই।তবে মালয়েশিয়া যেতে কত টাকা লাগবে তা জানতে বাকি আছে।
সরকার থেকে ঘোষণা করা হয়েছে ৮০,০০০ টাকারও কিছু কমে আপনি মালয়েশিয়ায় যেতে পারবেন।তবে দালাল বা কোনো ভুয়া রিক্রুটিং এজেন্সির ফাঁদে পড়লে আপনাকে আরও বেশি টাকা গুণতে হতে পারে।এজন্য সাবধান হবেন এ ব্যাপারে।শুধুমাত্র সরকার নির্ধারিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই আপনি রেজিস্ট্রেশন করুন।নিজের টাকা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখুন।
মালয়েশিয়া ভিসা কবে খুলবে এ বিষয়টি এখন সবার কাছে পরিস্কার। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।এখন শুধু দিন গোনার অপেক্ষা।
মালয়েশিয়া এখন অনেক উন্নত দেশ হওয়ায় সেখানকার লোকেরা ছোট ছোট কাজ করতে চায় না।এসব কাজ করাতে উন্নয়নশীল বা দরিদ্র দেশ থেকে জনবল নিতে চায়।কারণ এখান থেকে অপেক্ষাকৃত কম টাকায় জনবল নেওয়া যায়।আর এ সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ।বাংলাদেশ থেকে আশা করা হচ্ছে ২০২৬ সালের মধ্যে প্রায় ৬ লক্ষাধিক কর্মী পাঠানো যাবে।এতে করে দেশের বেকারত্ব সমস্যা সমাধানের সাথে সাথে দেশ বৈদেশিক মুদ্রাও আয় করতে পারবে।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন