আলোর নিউজ https://www.alornews.com/2022/09/Best%20-Business%20-Ideas%20-Without%20-Loss.html

লস ছাড়া সেরা ৪ টি ব্যবসা আইডিয়া





লস ছাড়া ব্যবসা বা যে ব্যবসায় কোন ধরনের লস হবে না এমন কোন ব্যবসা কি বর্তমানে আছে?থাকলেই বা কোন ব্যবসা এবং কিভাবে করা যায়।এই বিষয়গুলো নিয়ে আজকের এই পোস্টে আলোচনা করা হবে।যত সময় যাচ্ছে তত যেন দেশের চাকরির বাজার খারাপ হচ্ছে।অনেকের সঠিক যোগ্যতা থাকার পরও পাচ্ছেন না তাদের কাঙ্ক্ষিত চাকরিটি। যার কারণে অনেকেই বেকার হয়ে পড়ছেন এবং পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন।তারা চাইলে লস ছাড়া ব্যবসা বা আমি নিচে লস ছাড়া যেসব ব্যবসা আইডিয়া নিয়ে ধারণা দিবো সেগুলো করতে পারেন। 



লস ছাড়া ব্যবসা আইডিয়া 


লস ছাড়া ব্যবসা হচ্ছে এমন এক ধরনের ব্যবসা যে ব্যবসায় কোন ধরনের লসের সম্মুখীন আপনাকে হতে হবে না। অর্থাৎ লস ছাড়া ব্যাবসা আইডিয়া গুলো অনেকটা ঝুঁকি ছাড়াই করা যায়। নিচে বর্তমান সময়ের লস ছাড়া কিছু ব্যবসা আইডিয়া তুলে ধরা হলো যে ব্যবসাগুলো করার মাধ্যমে আপনারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন:-


ব্লগিং ও কনটেন্ট রাইটিং


পড়াশোনা শেষ করে যদি চাকরি না পেয়ে থাকেন তাহলে ব্লগিং এবং কনটেন্ট রাইটিং শুরু করতে পারেন। আপনি যদি লেখালেখি করতে পছন্দ করে থাকেন তাহলে কনটেন্ট রাইটিং আপনার জন্য আদর্শ পেশা হতে পারে। 


কনটেন্ট রাইটিং শেখার জন্য আপনাকে নিদৃষ্ট কোন প্রতিষ্ঠানে কোর্স করতে হতে পারে অথবা নিজের একটি ব্লগ শুরু করে সেখানে লেখালেখির মাধ্যমে শিখতে পারেন। কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে আপনি অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন এবং ব্লগিং এর মাধ্যমে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। 


অর্থাৎ আপনি যখন কোনো ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিবেন তখন কাজটি শেষ করে ক্লায়েন্টকে বুঝিয়ে দিলে সে আপনাকে পেমেন্ট করে দিবে।আর আপনার নিজের যে ব্লগ থাকবে সেখানে আপনি লেখালেখি করে ভালো ভিজিটর আনার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। 


এই কাজগুলো করার সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে কোন ধরনের ঝুঁকি নেয় এবং এখান থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। তবে এখান থেকেই আপনাকে ভালো কিছু করতে হলে অবশ্যই ধৈর্য ধরে কাজ করে যেতে হবে এবং স্কিল ডেভেলপ করতে হবে। 


ইউটিউবে কাজ করতে পারেন 


আমাদের দেশে এমন অনেক ইউটিউবার রয়েছে যারা ইউটিউব থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকে। আর ইউটিউব কিন্তু আপনাকে ফ্রীতেই একটি ইউটিউব চ্যানেল খোলার সুযোগ দিয়ে থাকে অর্থাৎ এখানে এসে প্রথম পর্যায়ে কোন টাকা ইনভেস্ট করা লাগেনা। 


আপনি যদি ধৈর্য  ধরে ভালো কিছু ভিডিও ইউটিউবে প্রতিনিয়ত আপলোড করে থাকেন তাহলে আপনার চ্যানেল টি ধীরে ধীরে বড় হতে থাকবে। আর চ্যানেল যত বড় হবে আপনার ইনকাম তত বেশী হতে থাকবে। 


তবে ইউটিউব থেকে সফল হওয়ার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং ধৈর্য। অর্থাৎ নিজের ভিতর হার না মানার মানসিকতা থাকতে হবে নাহলে আপনি কোনোভাবেই ইউটিউবে সফল হতে পারবেন না। 


ডিলারশিপ ব্যবসা শুরু করতে পারেন 


ডিলারশিপ ব্যবসা কে অনেকটা লস ছাড়া ব্যবসা বলা যায়।অর্থাৎ এই ব্যবসা আপনি নিজে ডিলার নেবেন কিন্তু আরেক জনকে সবকিছু কন্ট্রোলে দায়িত্ব দিয়ে দিবেন এবং সে আপনাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রেরণ করবেন। অর্থাৎ তার সাথে আপনার ডিল অনুযায়ী সে আপনাকে প্রতি মাসে কিছু টাকা লাভ দিবে। তাই এক্ষেত্রে যদি তার লাভও হয়ে থাকে তাহলেও সে আপনাকে সে পরিমাণ অর্থ দিবেন এবং তার যদি লস ও হয়ে থাকে তাহলেও সেই পরিমান অর্থ দিবে।বর্তমানে অনেকেই ডিলারশিপ ব্যবসা করার মাধ্যমে  প্রচুর অর্থ উপার্জন করছেন এবং নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পেরেছেন।


অ্যাফিলিয়েট মার্কেটিং 


যারা অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন তাদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে সেরা উপায়। তাছাড়া এটাকে যদি ব্যবসা হিসাবে তুলনা করেন তাহলে এই ক্ষেত্রে আপনার কোন লস হবে না শুধু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।


ধরুন কোনো একটি কোম্পানি তাদের ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করার সুযোগ দিচ্ছে। তারা বলতেছে যে তাদের এফিলিয়েট লিংক ব্যবহার করে আপনি যত বেশি প্রোডাক্ট বিক্রি করে দিতে পারবেন আপনি তত বেশি রেফারেল বোনাস পাবেন। 


অর্থাৎ আপনাকে যদি 5% করে কমিশন দেয় তাহলে এই ক্ষেত্রে আপনি যদি তাদের ১০০ টি প্রোডাক্ট বিক্রি করে দিতে পারেন তাহলেও ভালো একটি অর্থ উপার্জন করে ফেলছেন।এক্ষেত্রে আপনার কাজটি হচ্ছে শুধুমাত্র প্রচার করে তাদের প্রোডাক্ট বিক্রি করে দেওয়া। আপনাকে কোন ধরনের টাকা ইনভেস্ট করতে হবে না অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। 


তাই সাধারণত এটাকে অনেকটা লস ছাড়া ব্যবসা হিসেবেও তুলনা করা হয়ে থাকে।কেননা আপনি যদি প্রোডাক্ট বিক্রি নাও করতে পারেন তাও আপনার কোন লস হবে না।অবশ্যই বুঝতে পারছেন লস ছাড়া আপনারা খুব সহজে আপনারা এফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন। 



শেষ কথা, যারা লস ছাড়া ব্যবসা আইডিয়া খুঁজছেন তারা চাইলে উপরের ব্যবসা আইডিয়া গুলোর মধ্য থেকে যে কোন একটি ব্যবসা করতে পারেন এবং বিনা ঝুঁকিতে আপনার ক্যারিয়ার গড়তে পারেন। তবে অবশ্যই যেকোন ব্যবসাতে নামার আগে সেই ব্যবসা সম্পর্কে সঠিক পরিকল্পনা করে নেওয়াটা খুবই জরুরী।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া