আলোর নিউজ https://www.alornews.com/2022/08/blog-post_27.html

কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ডাউনলোড করতে হয় । সেরা ৭টি ফ্রি সাইট

যদি আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে অবশই আপনি নিজের কম্পিউটারে নতুন নতুন সফটওয়্যার পেতে চাইবেন। চিন্তার কোন কারন নাই। আজ এই আর্টিকেলে আমি আপনাদের এমন ৭ টি ওয়েবসাইটের বেপারে বলবো যেগুলির থেকে আপনি ফ্রীতে কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। এবং, কেবল একটি বা দুটি নয়। 



আপনি নিজের কম্পিউটারের (windows) জন্য সবধরণের সফটওয়্যার এই সাইট গুলির থেকে ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইট গুলিতে আপনি বিশেষ ভাবে উইন্ডোস ৭, উইন্ডোস ৮, উইন্ডোস ৭ কম্পিউটারের জন্য সফটওয়্যার পাবেন।

আড়ো পড়ুনঃ কিভাবে অ্যান্ড্রয়েডে কাস্টম অ্যাপ শর্টকাট তৈরি করবেন

গুগল সার্চে করলে আপনি হয়তো উইন্ডোস কম্পিউটার বা ল্যাপটপের জন্য software ডাউনলোড করার অনেক সাইট পেয়ে যাবেন। কিন্তু, আপনি হয়তো জানেন না যে এমন অনেক downloading সাইট আছে যারা আপনার কম্পিউটারে অনেক রকমের ভাইরাস ইনস্টল করে দিতে পারে। তাই, যেকোনো ফ্রি সফটওয়্যার ডাউনলোডিং সাইট থেকে না বুঝে কখনই কিছু ডাউনলোড করবেননা যেগুলো আপনার কম্পিউটারের জন্য safe নয়।

আর তাই, আমি আপনাদের এমন ৭ টি ডাউনলোডিং সাইট এর বেপারে বলবো যেগুলি বিশ্বাস যোগ্য (trusted), অনেকেই ভরসার এবং যেগুলির থেকে আপনার কম্পিউটারে ভাইরাস ঢোকার কোন সুযোগ থাকবে না।

সূচিপত্রঃ কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ডাউনলোড করতে হয় । সেরা ১০টি ফ্রি সাইট

  1. Download.com- ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইট।
  2. Filehippo.com-Best ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইট।
  3. Softpedia.com- ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইট।
  4. FreewareFiles.com ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইট।
  5. SnapFiles.com ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইট।
  6. FileCluster.com ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইট।
  7. FileHorse.com ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইট।


Download.com- ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইট

Download.com ওয়েবসাইটে আপনারা কেবল উইন্ডোস সফটওয়্যার নয়, এখানে আপনারা ম্যাক, IOS এবং এন্ড্রয়েড সফটওয়্যার ফ্রীতেই পেয়েযাবেন। এই ওয়েবসাইট ইন্টারনেটে অন্য সব সফটওয়্যার ডাউনলোড সাইট এর রাজা বলতে পারবেন। এই ওয়েবসাইটটি প্রায় ১৫ থেকে ১৬ বছর পুরোনো। এই সাইটটির মালিক হলো CNET যে ইন্টারনেটে টেকনোলজি এবং PRODUCT রিভিউ ওয়েবসাইটের অনেক বোরো নাম।

এই সাইট অনেক নামকরা এবং তাই এখানে আপনার ভাইরাস এবং adware এর কোনো ভয় নেই। আপনার খালি এই সাইট টিতে গিয়ে যেই সফটওয়্যার download করতে চান সেটা সার্চ বা সিলেক্ট করতে হবে। বাস, তারপর মাত্র একটি ক্লিকেই আপনি আপনার software download করেনিতে পারবেন।

এই সাইট আপনারা প্রায় ১,০০,০০০ থেকে বেশি ফ্রিওয়ার (freeware) এবং shareware সফটওয়্যার পেয়েযাবেন। ফ্রি কম্পিউটার এন্টিভাইরাস বলুন বা সিস্টেম ক্লিনার সফটওয়্যার বা ফটো এডিটিং সফটওয়্যার, সবটাই আপনারা এখানে পাবেন।

Filehippo.com-Best ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইট

এখন আপনাদের মধ্যে অনেকেই এই সাইট এর বেপারে হয়তো জানেননা। এই ওয়েবসাইট টি আমার সবথেকে বেশি ভালোলাগা ফ্রি ডাউনলোডিং ওয়েবসাইট। কারণ, এখানে আপনি গিয়েই নিজের কম্পিউটারের জন্য অনেক ভালো ভালো লেটেস্ট সফটওয়ারের লিস্ট পেয়েযাবেন। এবং আপনার যেগুলি উইন্ডোস সফটওয়্যার ভালো লাগবে আপনি সোজাসিজি একটি ক্লিকেই ডাউনলোড করে নিতে পারবেন।

আড়ো পড়ুনঃ কিভাবে অ্যান্ড্রয়েডে কাস্টম অ্যাপ শর্টকাট তৈরি করবেন

Filehippo তে আপনারা উইন্ডোস এবং ম্যাক (MAC) কম্পিউটারের জন্য A to Z সবরকমের ফ্রি সফটওয়্যার পাবেন।

এর বাইরেও, এই সাইট টিতে আপনারা অনেক ক্যাটেগরি (categories) পেয়ে যাবেন এবং সেই ক্যাটাগরি হিসেবে আপনারা নিজের software খুঁজে নিতে পারবেন।

কিছু পপুলার ক্যাটাগরি হলো –

Antivirus, System software, photo/video, Internet/online software, multimedia, editing, security, CD/DVD, Compression এবং আরো অনেক।

তাহলে filehippo ওয়েবসাইটে গিয়ে আপনারা ওপরে দেয়া ক্যাটেগরি গুলির ওপরে সবরকমের সফটওয়্যার পেয়েযাবেন।আর, এই ওয়েবসাইট সেফ তাই ভাইরাসের কোনো ভয় নেই। 

ডাউনলোড লিংকঃ https://filehippo.com/web/

Softpedia.com- ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইট

যদি আপনাদের ওপরে দেয়া ডাউনলোডিং সাইট  করার সাইট গুলি ভালো লাগেনাই তাহলে Softpedia অবশই ভালো লাগবে। এখানেও আপনারা ফ্রিতে উইন্ডোস ৭, উইন্ডোস ৮ এবং উইন্ডোস ১০ এর জন্য হাজার হাজার কম্পিউটার সফটওয়্যার পেয়েযাবেন। এর বাইরেও এখানে আপনারা লিনাক্স, এন্ড্রয়েড এবং MAC সিস্টেমের জন্য সফটওয়্যার পাবেন।

যদি আপনি কম্পিউটারের জন্য গেম ডাউনলোড করতে চান তাহলে এখানে আপনারা অনেক PC গেম পেয়েযাবেন যেগুলি download করেনিতে পারবেন।

এই সাইট অনেক পুরোনো এবং ভরসাযোগ্য। তাই, কোনোরকমের ভাইরাসের চিন্তা না করে আপনারা নিজের মন মতো  software এখান থেকে download করতে পারবেন।

ডাউনলোড লিংকঃ https://www.softpedia.com/

FreewareFiles.com ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইট

FreeWareFiles যা আপনারা নাম শুনেই বুঝতে পারছেন এখানে সবরকমের পিসি সফটওয়্যার এবং অনেক সংখ্যাই নতুন নতুন ফ্রিওয়ার ফাইল আপনারা নিজের উইন্ডোস কম্পিউটারের জন্য পেয়েযাবেন।

ওপরে দেয়া ওয়েবসাইট গুলির মতোই এখানেও আপনারা সফটওয়ারের অনেক ক্যাটাগরি পেয়েযাবেন যেগুলির থেকে হাজার কাজের কম্পিউটার সফটওয়্যার আপনারা ডাউনলোড করেনিতে পারবেন।

আড়ো পড়ুনঃ কিভাবে অ্যান্ড্রয়েডে কাস্টম অ্যাপ শর্টকাট তৈরি করবেন

এই সাইটের একটি ভালো জিনিস হলো যে, এখানে আপনারা সফটওয়ারের ক্যাটেগরি বেছেনিয়ে তারপর মন মতো ফাইল ডাউনলোড করতে পারবেন।

এরবাইরেও, খানথেকে ফাইল ডাউনলোড করাটা অনেক সোজা এবং আপনারা কেবল দুই ক্লিকেই নিজের ফাইল ডাউনলোড করেনিতে পারবেন।

SnapFiles.com ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইট

এই ওয়েবসাইট টি ১৯৯৭ সনে বানানো হয়েছিল। এখানে আপনারা সবথেকে বেশি সফটওয়ারের কালেকশন পেয়েযাবেন যেগুলি কেবল ৩ ক্লিকেই আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি নিজেই এই সাইট ব্যবহার করে নিজের উইন্ডোস ৭ পিসির জন্য অনেক সফটওয়্যার ফাইল ডাউনলোড করেছি।

এবং, অবশই বলবো ইটা অনেক ভালো এবং সহজ সাইট যদি আপনি নিজের কম্পিউটারের জন্য সফটওয়্যার খুঁজছেন।

এখানেও আপনারা অনেক সফটওয়ারের ক্যাটাগরি পেয়েযাবেন। 

ডাউনলোড লিংকঃ https://www.snapfiles.com/


FileCluster.com ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইট

FileCluster কম্পিউটারের জন্য একটি নতুন ডাউনলোডিং সাইট। এই সাইট ২০০৬ এ ইন্টারনেটে দেখা দিয়েছিলো এবং অনেক পুরোনো হওয়ার স্বার্থে এই সাইট অনেক ভরসার এবং ভাইরা থেকে মুক্ত।

এখানে আপনারা freeware এবং shareware সফটওয়্যার পাবেন পাওয়ার সাথে লেটেস্ট এবং আপডেটেড সফটওয়্যার পাবেন। সাইট টিতে গিয়েই আপনারা অনেক লেটেস্ট সফটওয়ারের লিস্ট দেখবেন যেগুলির থেকে অনেক কম্পিউটার সফটওয়্যার আপনাদের এমনিতেই ভালো লেগে যাবে।

ডাউনলোড লিংকঃ https://www.bytesin.com/

FileHorse.com ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইট

শেষে দিলাম যদিও, এই সাইট আমার দ্বিতীয় সবথেকে ভালোলাগা উইন্ডোস সফটওয়্যার সাইট। কারণ এখানে আপনি প্রতিদিন নতুন নতুন উইন্ডোস সফটওয়্যার পেয়েযাবেন।

Latest download এবং Most popular download ভাগে আপনারা এক থেকে এক অনেক ভালো ভালো সফটওয়্যার পেয়েযাবেন। এই সাইট ভাইরাস থেকে মুক্ত এবং কেবল দুই ক্লিকেই আপনারা এখান থেকে ফাইল ডাউনলোড করে নিতে পারবেন।

ডাউনলোড লিংকঃ https://www.filehorse.com/

আমাদের শেষ কথা,

বন্ধুরা আশা করি উপরে আমি কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার যা যা সাইটের বেপারে বললাম সেগুলি আপনাদের কাছে ভালো লাগবে। মনে রাখবেন, সাইট গুলিতে গিয়ে আপনারা নিজের যেকোনো সফটওয়্যার সার্চ করতে পারবেন বা ওখানে দেয়া অনেক ক্যাটেগরির মধ্যে গিয়ে সফটওয়্যার খুঁজতে পারবেন।

যদি আপনি এমন কোনো সাইটের বেপারে জানেন তাহলে আমাদের নিচে কমেন্ট করে জানান। আর্টিকেল যদি ভালো লাগে তাহলে নিজের বন্ধুদের মধ্যে অবশই শেয়ার করবেন।  ধন্যবাদ।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া