আলোর নিউজ https://www.alornews.com/2022/08/What-%20is%20-stock%20-trading%20-and-%208%20-best%20-profitable%20-stock%20-trading%20-ideas.html

স্টক ব্যবসা কি এবং স্টক মালের ব্যবসার সেরা ৮ টি লাভজনক আইডিয়া

 

স্টক ব্যবসা কি এবং স্টক মালের ব্যবসার সেরা ৮ টি  লাভজনক আইডিয়া


আমাদের দেশে এখন অনেক নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। তারা নিজেদের ব্যবসা নিজেদের মতো পরিচালনা করছে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে সফল তৈরি করেও তুলতে পারছেন।বর্তমান সময়ে স্টক ব্যবসা খুবই জনপ্রিয়তা লাভ করেছে।অনেক তরুণ উদ্যোক্তা এই ব্যবসাটি কে টার্গেট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

আড়ো পড়ুনঃ ধানের ব্যবসা করার নিয়ম 

স্টক ব্যবসা বলতে এখানে স্টক মালের ব্যবসাকে বোঝানো হয়েছে।অনেক নতুন ব্যবসায়ী যারা ব্যবসা শুরু করতে চান তারা Stock bussiness কিভাবে শুরু করবেন সেই সম্পর্কে সঠিক গাইডলাইন পায় না।যার কারণে তারা ব্যবসা শুরু করতে পারেন না। আমি আজকের এই পোস্টের মাধ্যমে স্টক ব্যবসা কি এবং সেরা কয়েকটি স্টক মালের ব্যবসা আইডিয়া সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো।

 

স্টক ব্যবসা কি?

 

স্টক মালের ব্যবসা কে মজুদ ব্যবসাও বলা হয়ে থাকে। এই ব্যবসার মাধ্যমে যখন বাজারে কোন দ্রব্যের দাম কম থাকে তখন সেগুলো নিজের কারখানা বা গুদামে স্টক করে রাখা হয়। পরবর্তীতে যখন বাজারে এইসকল দ্রব্যাদির দাম বেশি হয় তখন বিক্রি করা হয়।এইভাবে এই ব্যবসায় ভালো টাকা লাভ করতে পারেন।


স্টক ব্যবসা কি হালাল

 

স্টক ব্যবসা হালাল কি হারাম এই নিয়ে অনেকের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। দেখুন স্টক ব্যবসা শুধুমাত্র তখনই হারাম হবে যখন দেশে দুর্ভিক্ষ লাগবে, বা কোন মহামারী চলছে, যুদ্ধ চলছে এই সময়ে স্টক করা মালামাল আপনি উচ্চ দামে বিক্রি করছেন। এই ক্ষেত্রে শুধুমাত্র স্টক ব্যবসা হারাম হবে। তাছাড়া আপনি যদি বাজার রেট এর সাথে স্টক করা মালামাল বিক্রি করেন তাহলে কোনোভাবেই স্টক মালের ব্যবসা হারাম হতে পারেনা।


স্টক মালের ব্যবসা আইডিয়া 

 

স্টক ব্যবসা কি এবং স্টক ব্যবসা হালাল নাকি হারাম এই বিষয়ে ইতিমধ্যে ধারণা পেয়ে গিয়েছেন। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক বর্তমান সময়ে সেরা কয়েকটি স্টক মালের ব্যবসা সম্পর্কে। যে ব্যবসা গুলো করার মাধ্যমে আপনি লাভবান হতে পারবেন।

 আড়ো পড়ুনঃ ধানের ব্যবসা করার নিয়ম

১.ধানের স্টক ব্যবসা 

 

আমরা বাঙালি তাই আমাদের প্রধান খাদ্য ভাত।আর ভাত কিন্তু ধান থেকেই হয়।যার কারনে বাঙালি যতদিন রয়েছে ততদিন এই দেশে ধানের চাহিদাও রয়েছে। আপনাকে শুধুমাত্র এই ক্ষেত্রে যখন ধানের দাম কম থাকবে তখন কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে নিয়ে এসে স্টক করে রাখতে হবে। পরে যখন দেখবেন বাজারে ধানের দাম অনেক বেশি তখন আপনি এই স্টক করা ধানগুলো বাজারজাতকরণ করতে পারেন।এই সময়ে আপনি বাজারে ধান বিক্রি করলে অনেক বেশি টাকা লাভ করতে পারবেন।

 

২.রসুন স্টক ব্যবসা 

 

রসুনের স্টক ব্যবসা টিকেও লাভজনক ব্যবসার মধ্যে ধরা হয়ে থাকে। তার প্রধান কারণ হচ্ছে রসুন অতি দ্রুত নষ্ট হয়ে যায় না। যার কারণে এটি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এবং পরবর্তীতে যদি বাজারে রসুনের দাম ভালো পাওয়া যায় তখন বিক্রি করা যায়।

 

এই ক্ষেত্রে শুধুমাত্র আপনাদেরকে বাজারে রসুনের দাম যখন কমে যাবে তখন রসুন সংগ্রহ করে নিয়ে এসে স্টক করে রাখতে হবে। তারপরে সঠিকভাবে রসুন সংরক্ষণ করতে হবে। যখন দেখবেন বাজারে রসুনের দাম বাড়ছে তখন স্টকে রাখা রসুন গুলো বাজারজাতকরণ করতে হবে। এই পদ্ধতিতে ব্যবসা করে ভালো অর্থ উপার্জন করা সম্ভব।


৩.ইটের স্টক ব্যবসা

 

আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে ইটের বাজার খুবই ক্রমবর্ধমান হয়ে থাকে।কোন সময় ইট কিনতে গেলে কম দামে পাওয়া যায় আবার কোনো কোনো সময় উচ্চ দামে বিক্রি করা হয়।

 আড়ো পড়ুনঃ ধানের ব্যবসা করার নিয়ম

তাই যখন কম দামে পাওয়া যাবে তখন আপনি ইট স্টক করে রাখতে পারেন। পরবর্তীতে যদি দেখেন ইটের বাজার বেড়েছে তখন আপনার স্টক করা ইট বিক্রি করতে পারেন এবং এখান থেকে ভালো অর্থ উপার্জন করে নিতে পারেন। বর্তমান সময়ের লাভজনক ব্যবসা গুলোর মধ্যে এই ব্যবসাটি অন্যতম। 

 

৪.শুকনা মরিচের স্টক ব্যবসা 

 

স্টক মালের ব্যবসা গুলি খুবই লাভজনক হয়ে থাকে। তাই চাইলে এই ব্যবসার মধ্যে শুকনা মরিচের স্টক ব্যবসা করতে পারেন। বাঙালি রান্নায় শুকনা মরিচ ব্যবহার করে থাকে। তাই আমাদের দেশে শুকনা মরিচের যে ভালো পরিমাণে চাহিদা রয়েছে সেটা আর বলা লাগে না।

 

যখন দেখবেন বাজারে শুকনা মরিচের দাম খুবই কম তখন শুকনা মরিচ মিনি স্ট্ক করে রাখতে পারেন।এভাবে কিছুদিন স্টক করে রাখার পর দেখবেন দাম এমনিতেই বেড়ে গিয়েছে।

তখন চাইলে আপনার স্টক করা শুকনামরিচ বাজারজাতকরণ করতে পারেন এবং এখান থেকে নির্দিষ্ট একটি অংশ লাভ করে নিতে পারেন।

 

৫.সুপারির স্টক ব্যবসা 

 

বাঙালি পান খেতে অনেক পছন্দ করে থাকে। পানের সাথে যদি সুপারি না হয় তাহলে কেমন করে হয়। তাই আমাদের দেশের বাজারগুলোতেও সুপারির ব্যাপক চাহিদা রয়েছে। এক্ষেত্রে আপনি চাইলে দেশের বড় পাইকারি সুপারি বাজার গুলো থেকে কোন ভাবে সুপারি সংগ্রহ করে নিয়ে এসে সেগুলো সুন্দর করে কাটিং করে বাজারে বিক্রি করতে পারেন ।

 

অর্থাৎ আপনি সুপারির পাইকারি বাজার থেকে সুপারি সংগ্রহ করে নিয়ে এসে স্টক করে রাখবেন এবং পরবর্তীতে যখন সুপারি শুকিয়ে যাবে তখন কাটিং মেশিন দিয়ে কেটে বাজারজাতকরণ করবেন । অনেকেই এইভাবে সুপারির ব্যবসা করে ভালো অবস্থানে গিয়েছেন এমন নজিরও কম নেই।

 

৬.আলুর স্টক ব্যবসা 

 

রান্নায় যে কোন সবজির সাথে আলু ব্যবহার করা হয়ে থাকে। আলু হচ্ছে এমন একটি সবজি যেটা সারা বছর ব্যাপি খাওয়া হয়ে থাকে। তাই আলুর চাহিদা কি পরিমাণে রয়েছে সেটা সম্পর্কে আর বেশি বলার দরকার পড়ে না।

 

বিশেষ করে যখন নতুন আলু বাজারে এসে থাকে তখন আলুর দাম অনেকাংশে বেড়ে যায়। আপনারা চাইলে নতুন আলু বাজারে আসার আগেই সেগুলো কৃষকদের কাছ থেকে কিনে স্টক করে রাখতে পারেন।

 আড়ো পড়ুনঃ ধানের ব্যবসা করার নিয়ম

পরবর্তীতে যখন দেখবেন বাজারে আলুর দাম অনেক বেড়ে গেছে তখন আপনার স্ট্ক করা আলু বাজারে বিক্রি করবেন। যত বেশি আলু বিক্রি করতে পারবেন আপনার লাভের পরিমাণ এক্ষেত্রে তত বেশি হবে।


৭.পাটের স্টক ব্যবসা 

 

স্টক ব্যবসা গুলোর মধ্যে পাটের স্টক ব্যবসাটিও খুবই লাভজনক একটি ব্যবসা। একসময় পাটকে সোনালী আঁশ বলা হত। পাটের ছিল বাংলায় ব্যাপক কদর। সময়ের পরিক্রমায় এখন পাটের দাম কমেছে।

 

তার পরেও যারা পাট স্টক করে ব্যবসা করে থাকেন তারা ভালো অর্থ উপার্জন করে থাকেন।তাই চাইলে পাটের সময় কৃষকদের কাছ থেকে পাট কিনে স্টক করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি পাট বাজারজাতকরণ করতে পারেন এবং এখান থেকে ভালো পরিমাণে অর্থ উপার্জন করে নিতে পারেন।

 

৮.সরিষার স্টক ব্যবসা

 

গ্রামবাংলায় সরিষার রয়েছে ব্যাপক চাহিদা। সরিষা থেকেই তৈরি করা হয়ে থাকে সরিষার তেল। তাই যখন বাজারে সরিষা ওঠে তখন এর দাম খুবই উচ্চ হয়ে থাকে।

 

তাই আপনি চাইলে কিছু কৃষকদের কাছ থেকে আগে থেকেই সরিষা কিনে রাখতে পারেন। পরবর্তীতে যখন দেখবেন বাজারে সরিষার দাম অনেক বেড়ে গিয়েছে তখন আপনার স্টক করে রাখা সরিষা বাজারজাতকরণ করতে পারেন।

 

এতে করে আপনি প্রচুর টাকা লাভ করতে পারবেন। স্টক ব্যবসা গুলোর মধ্যে যত স্টক ব্যবসা রয়েছে তার মধ্যে সরিষার স্টক ব্যবসা খুবই লাভজনক একটি ব্যবসা। 

আড়ো পড়ুনঃ ধানের ব্যবসা করার নিয়ম

আমাদের শেষ কথা 

 

স্টক ব্যবসা কে বলা হয়ে থাকে স্বাধীন পেশা। ব্যবসার থেকে ভালো কোন পেশা রয়েছে কিনা আমার জানা নেই। যারা নতুনভাবে স্টক ব্যবসা করবেন বলে ভেবেছেন তারা চাইলে এ ব্যবসা গুলো করতে পারেন। ধৈর্য এবং পরিশ্রমের সাথে যদি এই ব্যবসাগুলো করতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যেই ভালো কিছু করতে পারবেন।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া