আজকের পোস্টে আমরা আলোচনা করব নগদ একাউন্ট দেখার নিয়ম ও পদ্ধতি। নগদ হচ্ছে বাংলাদেশর অন্যতম মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান। এখন আমরা বেশিরভাগ মানুষই নগদে লেনদেন করি তাই আমাদের প্রায়ই নগদ অ্যাকাউন্ট থাকে। বর্তমানে প্রতিটি ছাত্র-ছাত্রিদের স্কুলের টাকা ও সকল প্রনোদনার টাকা নগদ একাউন্টে দেওয়া হয়। তাই প্রতিটি মানুষের জন্য নগদ একাউন্ট অত্যান্ত জরুরী। কিন্তু আমাদের নগদ একাউন্ট থাকলেও অনেকেই আমরা নগদ একাউন্ট দেখতে পারিনা। তাই তাদের জন্য আজকের পোস্টে আমরা আলোচনা করব নগদ একাউন্ট দেখার নিয়ম ও পদ্ধতি (Nogod Account Check)।
আপনি যদি আপনার নগদ একাউন্ট খুব সহজেই দেখতে চান তাহলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন তাহলে আপনি খুব সহজেই জানতে পারবেন কিভাবে নগদ একাউন্ট দেখতে হয়।
USSD কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম ও পদ্ধতি।
USSD কোড ডায়াল করে Nogod Account Check করা খুবই সহজ। আর এ সহজ কাজটি করতে আপনাকে কিছু ধাপ অনুসরন করতে হবে। আপনার Nogod Account Check করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন।
1. প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে *167# ডায়াল করুন।
2. এরপর উপরের ছবির মত আসবে সেখান থেকে My Nogod অপশান এর জন্য 7 লিখে Send করুন।
3. এবার Balance Inquiry এর জন্য 1 লিখে Send করুন।
4. তারপর আপনার নগদ একাউন্ট এর পিন কোড চাইবে । সেখানে আপনার নগদ একাউন্টের পিন কোড দিন এবং Send করুন।
5. উপরের ছবির মত করে আপনার মোবাইল স্ক্রিনে নগদ একাউন্টের ব্যালান্স দেখতে পাবেন।
উপরের পক্রিয়ায় খুব সহজেই USSD কোড ডায়াল করে নগদ একাউন্টের ব্যালঅন্স দেখতে পারবেন।
মোবাইল অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম।
আপনার মোবাইলে নগদ অ্যাপের মাধ্যমে খুব সহজেই Nogod Account Check করা যায়। এ জন্য আপনার ফোনে নগদ অ্যাপটি ডাউনলোড এবং লগিং করা থাকতে হবে। যদি আপনাের ফোনে নগদ অ্যাটি ডাউনলোড বা লগিং করা না থাকে তাহলে প্রথমেই আপনি প্লে-স্টোরে গিয়ে Nogod লিখে সার্চ দিন। সার্চ দিলে ছবির মত করে আসবে।
সেখানে Install এ ক্লিক করে অ্যাপটি Install করে নিন। Install হয়ে গেলে আপনার আপনার নগদ একাউন্ট লগিং করুন। লগিং করার জন্য আপনাকে নিচের চিত্রের মত করে নগদ একাউন্ট নাম্বার ও পিন কোড দিতে হবে।
সেই সাথে আপানার নগদ থেকে পাঠানো OTP নাম্বার দিয়ে লগিং সম্পূর্ন করুন। এবার নিচের চিত্রের মতো করে ইংরেজি ভাষায় থাকলে "Tab for Balance"
আর বাংলায় থাকলে “ব্যালান্স জানতে ট্যাপ করুন” লেখার ক্লিক করুন।
এক্ষেত্রে আপনার অ্যাপের ভাষা অনুযায়ী Tab করার বার্তাটি লেখা থাকবে।
উপরের ছবিতে ট্যাপ করার পর একাউন্ট ব্যালান্স দেখাচ্ছে 208.85 টাকা। সঠিক ভাবে ট্যাপ করা হলে কয়েক সেকেন্ডের মধ্যে ট্যাপ করা স্থানে আপনার নগদ একাউন্টে ব্যালান্স দেখতে পাবেন। আর এভাবেই খুব সহজেই আপনি আপনার Nogod Account Check করতে পারবেন।
উপরে নগদ একাউন্ট দেখার নিয়ম বিস্তারিত আলোচনা করা হয়েছে। একই ভাবে আপনি আপনার নগদ একাউন্টের ব্যালান্সে উপবৃত্তির টাকা দেখতে পাবেন। কত টাকা পেয়েছেন সেটা দেখতে আপনাকে স্টেটমেন্ট দেখতে হবে।
কিভাবে স্টেটমেন্ট দেখবেন সে সর্ম্পকে নিচে বিস্তারিত আলোচনা করা হল। তাই আর্টিকেলটি সর্ম্পন পড়ুন।
নগদ একাউন্টে স্টেটমেন্ট বা লেনদেন দেখার নিয়ম।
খুব সহজেই যেকোন সময় আপনি আপনার নগদ একাউন্টের স্টেটমেন্ট বা লেনদেনের পরিমান জানতে পারবেন। ২টি উপায়ে নগদে লেনদেনের সংখ্যা দেখা যায়।
প্রথমত *167# ডায়াল করে এবং দ্বিতীয়ত নগদ অ্যাপের মাধ্যমে। নিচে ২টি উপায় সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হল।
কোড ডায়াল করে স্টেটমেন্ট বা লেনদেন দেখার নিয়ম।
আপনি খুব সহজেই কয়েকটি স্টেপ ফলো করে নগদ একাউন্টের লেনদেন চেক করতে পারবেন। ট্রান্সেকশন বা Mini Statement দেখতে নিচের নিয়ম গুলি ফলো করুন।
সবকিছু ঠিক থাকলে আপনার মোবাইল এর স্ক্রিনে আপনার সর্বশেষ 4 টি লেনদেনের তথ্য দেখতে পাবেন। এ ক্ষেত্রে লেনদেনের তারিখ, লেনদেনের ধরন ও লেনদেনের পরিমান জানা যাবে।
Nogod অ্যাপের মাধ্যমে Statement দেখার নিয়ম।
নগদ অ্যাপের মাধ্যমে সর্বাধিক সংখ্যক লেনদেনের স্টেটমেন্ট জানা যাবে। যেহেতু আপনার ফোনে নগদ একাউন্ট লগিং করা আছে। তাহলে এখন আপনি আপনার ফোনের অ্যাপের হোম বাটনে বাটনের পাশে লেনদেন বা Transactions নামে একটি অপশান দেখতে পাবেন।
সেই অপশানে ক্লিক করুন। এরপর আপনি বিভিন্ন ধরনের লেনদেনের পরিমান, তারিখ ইত্যাদি দেখতে পাবেন। ডানে বামে স্ক্রল করে লেনদেনগুলো খুব সহজেই দেখতে পারবেন।
যেকোন ইন্টারন্যাশনাল কোম্পানির মতো নগদেরও অ্যাপ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা গ্রহন করা যাবে।
অ্যাপটিতে যেমন আপনি নগদ একাউন্ট ব্যালান্স চেক করতে পারবেন তেমনই আরো অনেক সেবা সহজেই উপভোগ করতে পারবেন।
যেমন Send Money, Cash Out, Mobile Recharge সহ আড়ো বিভিন্ন অনলাইন পেমেন্টও নগদ অ্যাপের মাধ্যমে পরিশোধ করা যায়।
মোবাইল ব্যাংকিং নগদ এর হেল্পলাইন নাম্বার।
বিভিন্ন সময় নগদ নিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এ সব সমস্যার সমাধান পেতে কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে যোগাযোগ করুন। নিচে নগদ এর হেল্পলাইন ও ইমেইল ঠিকানা দেওয়া হল।
হেল্পলাইন নাম্বারঃ 16167 এবং 09609-616167
ইমেইলঃ info@nagad.com.bd
উপসংহার
আমরা যথাসম্ভব আপনাদেরকে নগদ একাউন্ট দেখার নিয়ম কানুনগুলো জানিয়ে দেওয়ার চেষ্ঠা করেছি। এই লেখাটি পড়ে আপনাদের কোন উপকার এসেছে কিনা কমেন্ট করে জানাতে পারেন।
কোন ভূলক্রটি, অভিযোগ বা প্রশ্ন থাকলে কোন দ্বিধা দন্দ না করেই দ্রুত কমেন্ট করুন। মনে রাখবেন আমরা আপনাদের কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি ও উত্তর দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন