আলোর নিউজ https://www.alornews.com/2022/06/google-account-kholar-niyom-mobile-o-computer.html

গুগল একাউন্ট খোলার নিয়ম- মোবাইল ও কম্পিউটার

 গুগল একাউন্ট খোলার নিয়ম- মোবাইল ও কম্পিউটার

Google এর বিভিন্ন পরিষেবা ব্যবহার করার জন্য একটি Google অ্যাকাউন্ট প্রয়োজন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে গুগল একাউন্ট খুলতে হয়, কম্পিউটার ও মোবাইলে কিভাবে গুগল একাউন্ট খুলতে হয়, গুগল একাউন্টের ব্যবহার ইত্যাদির বিশদ বিবরণ।


আড়ো পড়ুনঃ  ফেসবুক একাউন্ট খোলার নিয়ম।

সূচিপত্রঃ  গুগল একাউন্ট খোলার নিয়ম- মোবাইল ও কম্পিউটার

একটি Google অ্যাকাউন্ট কি?

যে সমস্ত Google পরিষেবাগুলির লগইন প্রয়োজন সেগুলি ব্যবহার করার জন্য একটি Google অ্যাকাউন্ট প্রয়োজন৷ Google অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য একটি ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড প্রদান করা হয়। এই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে Google দ্বারা প্রদত্ত এই পরিষেবাগুলি ব্যবহার করা সম্ভব।

গুগল অ্যাকাউন্টের সুবিধা

আশা করছি, ইন্টারনেটে গুগলের সেবার পরিধি নতুন করে চালু করার প্রয়োজন পড়বে না। গুগল সার্চ, জিমেইল এবং ইউটিউব সহ গুগলের বিভিন্ন সেবা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। আসুন জেনে নেওয়া যাক কেন একটি Google অ্যাকাউন্ট থাকা এখন এত গুরুত্বপূর্ণ।

আপনি যদি অনলাইনে যেকোনো ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে চান তবে আপনার একটি ইমেল অ্যাকাউন্ট প্রয়োজন। আর গুগলের ফ্রি মেইল ​​সার্ভিস জিমেইল ব্যবহার করতে আপনার অবশ্যই একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেইল ব্যবহার করে বিনামূল্যে মেইলও আদান-প্রদান করা যায়। আপনি বলতে পারেন যে একটি Gmail অ্যাকাউন্ট মূলত একটি Google অ্যাকাউন্ট।

স্মার্টফোন এবং ইন্টারনেট আছে কিন্তু দিনে অন্তত একবার ইউটিউবে যান না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আর এই ইউটিউব ব্যবহারের সম্পূর্ণ অভিজ্ঞতা পেতে হলে আপনাকে অবশ্যই গুগল একাউন্টে লগইন করতে হবে। আপনি YouTube-এ কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারবেন না, আপনি আপনার Google অ্যাকাউন্টে লগ ইন না করে কোনো ভিডিওতে মন্তব্য করতে পারবেন না। উপরন্তু, একটি YouTube চ্যানেল খুলতে, আপনার একটি Google অ্যাকাউন্ট প্রয়োজন।

গুগল অ্যাকাউন্টের আরেকটি সুবিধা হল এর বিনামূল্যের ক্লাউড স্টোরেজ সুবিধা, গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ ব্যবহার করে যেকোনো ডিভাইসে বিনামূল্যে ফাইল ক্লাউডে সংরক্ষণ করা যায়। প্রতিটি Google অ্যাকাউন্টের সাথে 15 GB ক্লাউড স্টোরেজ বিনামূল্যে পাওয়া যায়।

আড়ো পড়ুনঃ ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম।

একটি Google অ্যাকাউন্ট খুলতে যা লাগে

গুগল একাউন্ট কিভাবে খুলতে হয় তা জানার আগে প্রশ্ন হলো গুগল একাউন্ট খুলতে কি কি তথ্য লাগে? একটি Google অ্যাকাউন্ট খোলার সময়, আপনাকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে, যেমন নাম, লিঙ্গ, জন্ম তারিখ ইত্যাদি।

যাচাইকরণের উদ্দেশ্যে একটি Google অ্যাকাউন্ট খোলার সময় একটি মোবাইল নম্বরও প্রয়োজন, যা অ্যাকাউন্টের সাথে একটি পুনরুদ্ধার মোবাইল নম্বর হিসাবে লিঙ্ক করা যেতে পারে। একটি Google অ্যাকাউন্ট খুলতে আপনার বয়স 13 বছর বা তার বেশি হতে হবে৷

অভিভাবকীয় নিয়ন্ত্রণ বৈশিষ্ট্য চালু থাকা অবস্থায় 13 বছরের কম বয়সী শিশুরা পিতামাতার অ্যাকাউন্ট ব্যবহার করতে সক্ষম হবে।

কম্পিউটারে Google অ্যাকাউন্ট খোলার নিয়ম

কম্পিউটারে কয়েকটি সহজ ধাপে ব্রাউজার থেকে গুগল অ্যাকাউন্ট খোলা যায়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে কম্পিউটারে গুগল অ্যাকাউন্ট খুলবেন। একটি কম্পিউটারে একটি Google অ্যাকাউন্ট খুলতে:

যেকোনো ব্রাউজার থেকে আপনার Google অ্যাকাউন্ট সাইন-আপ পৃষ্ঠায় লগ ইন করুন


  1. Google অ্যাকাউন্টের জন্য ব্যবহার করার জন্য আপনার নাম লিখুন
  2. আপনার Google অ্যাকাউন্টের জন্য একটি ব্যবহারকারীর নাম লিখুন
  3. Google অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিন
  4.  স্ক্রিনে প্রদর্শিত সমস্ত তথ্য সঠিকভাবে প্রবেশ করার পর, Next চাপুন
  5.  তারপর আপনার ফোন নম্বর দিন
  6.  পুনরুদ্ধার মেল প্রদান
  7.  জন্ম তারিখ এবং লিঙ্গ নির্বাচন করুন
  8.  তারপর প্রদত্ত ফোন নম্বরে পাওয়া যাচাইকরণ কোডটি প্রদান করুন


উল্লেখিত নিয়ম অনুযায়ী কম্পিউটারে ব্রাউজার থেকে সহজেই গুগল একাউন্ট খুলতে পারবেন।

আড়ো পড়ুনঃ  ফেসবুক একাউন্ট খোলার নিয়ম।

মোবাইলে গুগল একাউন্ট খোলার নিয়ম

মোবাইল দিয়ে গুগল অ্যাকাউন্ট খোলার উপায়

আপনি খুব সহজেই আপনার স্মার্টফোনে একটি Google অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি Google অ্যাকাউন্ট খোলার পৃষ্ঠায় গিয়ে যে কোনও ব্রাউজার ব্যবহার করে যেকোনো Android বা iPhone-এ একটি Google অ্যাকাউন্ট খুলতে পারেন।

মোবাইলে ব্রাউজার ছাড়া গুগল একাউন্ট খোলার উপায়

ব্রাউজার ছাড়াও মোবাইলে গুগল একাউন্ট খোলার আরেকটি সহজ পদ্ধতি রয়েছে। চলুন জেনে নেয়া যাক এন্ড্রয়েড মোবাইল ফোনে কিভাবে গুগল একাউন্ট খুলে। মোবাইলে গুগল একাউন্ট খুলতেঃ


  1.     Settings এ প্রবেশ করুন
  2.     স্ক্রল করে Accounts সিলেক্ট করুন
  3.     Add Account সিলেক্ট করুন
  4.     Google সিলেক্ট করুন
  5.     ফোনের পিন বা প্যাটার্ন থাকলে, সেটি প্রদান করুন
  6.     এরপর Create Account সিলেক্ট করুন
  7.    ব্যাক্তিগত কাজে গুগল একাউন্ট খুলতে For Myself সিলেক্ট করুন ও ব্যবসার কাজে গুগল একাউন্ট খুললে To manage my business সিলেক্ট করুন
  8.     আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখুন ও Next চাপুন
  9.     এরপর আপনার জন্মতারিখ ও জেন্ডার দিয়ে Next চাপুন
  10.     Username ফিল্ডে গুগল একাউন্টের জন্য একটি ইউনিক ইউজারনেম দিন
  11.     এরপর আপনার গুগল একাউন্টের জন্য পাসওয়ার্ড দিয়ে Next চাপুন
  12.     গুগল একাউন্ট ভেরিফিকেশনের জন্য একটি ফোন নাম্বার দিয়ে Next চাপুন
  13.     মোবাইল নাম্বারে আসা কোডটি প্রদান করুন

       ভেরিফিকেশনের জন্য প্রদত্ত মোবাইলে নাম্বারটি গুগল একাউন্টে এড করতে চাইলে Next ও এড করতে না চাইলে Skip বাটন চাপুন।

    Privacy & Terms পেজ দেখতে পাবেন, নিচের দিকে স্ক্রল করে I Agree চাপুন

উপরোক্ত প্রক্তিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার নতুন গুগল একাউন্ট খুলে যাবে। Google একাউন্ট খোলার জন্য আড়ো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, ধন্যবাদ সবাইকে।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া