আলোর নিউজ https://www.alornews.com/2022/06/blog-post_12.html

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম | নিজেই নগদ একাউন্ট ঠিক করুন

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম।  আপনি কি নগদ একাউন্ট হালনাগাদ করতে চান? নগদ একাউন্ট  হালনাগাদের  নিয়মাবলী সর্স্পকে জানতে চান? তাহলে আপনি সঠিক যায়গায় এসেছেন। নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম জানতে আমাদের  এই পুরো পোষ্টটি পড়ুন। 



নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম সম্পর্কে এখন অনেকেই অনেক আগ্রহ করছেন। খুবই কম সময়ের মধ্যে খুবই জনপ্রিয় একটি আর্থিক মোবাইল ব্যাংকিং হচ্ছে নগদ একাউন্ট। নগদ একাউন্ট গ্রাহকদের  একাউন্ট খোলার বিশেষ সুবিধা দিতে শুধুমাত্র ডায়াল কোড *১৬৭# ব্যবহার বা নগদ অ্যাপ ব্যবহার করে পিন কোড সেট করার মাধ্যমে সকল সিমে নগদ একাউন্ট অ্যাক্টিভ করার সুবিধা দিচ্ছে।

আড়ো পড়ুনঃ উপায় একাউন্ট খোলার অফার।

এই ধারাবাহিকতায় অনেক মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারে ইচ্ছুক গ্রাহক নগদ ডায়াল কোড  *১৬৭#  চেপে  নগদ অ্যাপ ব্যবহার করে নিজের সিমে নগদ একাউন্ট রেজিস্ট্রেশন করে নিচ্ছেন।    

তবে গ্রাহকরা এই পদ্ধতিতে একাউন্ট খুলে বা ভুল ভাবে ব্যবহারের জন্য  নিজেদের লেনদেনের সমস্যায় পড়েন। তবে সবাই যে সমস্যায় পড়ছেন মূলত এমনটা নয়।

যে সকল নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারকারীর ব্যবহৃত একাউন্ট নম্বেরর সিম কার্ডের তথ্য হালনাগাদ নয়, সে সকল একাউন্ট ব্যবহারকারীরা সমস্যায় পড়ে থাকেন। 

আড়ো পড়ুনঃ উপায় একাউন্ট খোলার অফার।

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম ২০২২। নিজেই নগদ একাউন্ট ঠিক করুন

আপনি যদি ইতিমধ্যে নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট ওপেন করে থাকে নিজে নিজে, তবে আপনাকে একাউন্টের সুরক্ষার স্বার্থে কোনো না কোনো সময়ে আপনার নগদ একাউন্টটি হালনাগাদ করার প্রয়োজন হতে পারে।

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম হচ্ছে গ্রাহককে নগদ অ্যাপ থেকে নিজ ভোটার আইডি কার্ড ও অন্যান্য তথ্য গুলো পুনরায় জমা দেয়া। 

এই পদ্ধতিতে গ্রাহক নিজেই নিজের একাউন্ট থেকে হালনাগাদ বা আপডেট করে নিতে পারেন। 

যদি কোন কারনে আপনি নিজেই নিজের নগদ একাউন্টে হালনাগাদ করতে না পারেন তবে নগদ উদ্যোক্তা পয়েন্টে যোগাযোগ করুন।

আড়ো পড়ুনঃ উপায় একাউন্ট খোলার অফার।

মনে রাখবেন, যদি কোনো কারণে নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে আপনি সমস্যার সমাধান খুঁজে না পান তবে, নগদ কাস্টমার কেয়ারে ভিজিট করার মাধ্যমে আপনি নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

নগদ অফিশিয়ালি গ্রাহকদের নগদ একাউন্ট হালনাগাদ করার জন্য অরিজিনাল/আসল ভোটার আইডি কার্ড সহকারের নগদ অফিসে ভিজিট করার জন্য বলে থাকে।

ঘরে বসে কিভাবে নগদ একাউন্ট হালনাগাদ করবেন  

ঘরে বসে নিজেই নিজের নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট টি হালনাগাদ করার জন্য আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে।

কেননা নগদ একাউন্ট তথ্য হালনাগাদ করতে আপনাকে নগদ অ্যাপস ব্যবহার করতে হবে। 

ধাপ-১ঃ প্রথমে আপনি নগদ অ্যাপস টি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড এবং ইন্সটল করে নিন। তারপর আপনার নগদ একাউন্ট নম্বর ও পিন কোড ব্যবহারে নগদ অ্যাপ লগইন করুন। 

ধাপ-২ তারপর আপনি নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপস হোমপেজে নিচের অংশে “My Nogod” অপশনে ক্লিক করুন।



ধাপ-3 এখন “Re-Submit KYC” অপশনে ক্লিক করুন। 



ধাপ-৪ঃ যে সকল নগদ মোবাইল ব্যাংকিং ই কে ওয়াই সি সঠিকভাবে জমা দেওয়া আছে তাদের জাতীয় পরিচয় পত্রের ছবি মোবাইল স্ক্রিনে প্রদর্শিত হবে।

যদি আপনি আপনার জাতীয় পরিচয় পত্র মোবাইল স্ক্রিনে দেখতে না পান তবে ভাববেন যে আপনার অ্যাকাউন্টটি হালনাগাদ করা একান্ত অনিবার্য।


তাই আপনি ভোটার আইডি কার্ডের উপর পাশের ছবি তুলে পরবর্তী বাটনে ক্লিক করুন।

ধাপ-৫ঃ  এখন আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর সহ আপনার ভোটার আইডি কার্ডের যাবতীয় বিবরণী এখানে প্রদর্শন করা হবে তা মিলিয়ে নিন।



ধাপ-৬ঃ  অন্যান্য তথ্য নামক একটি নতুন ট্যাব ওপেন হবে।

এখানে নগদ গ্রাহককে লিঙ্গ, লেনদেনের উদ্দেশ্য, পেশা, মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট কিনা এই বিষয়ে নিশ্চিত করতে হবে।



ধাপ-৭ঃ  এখানে ছবি নামক নতুন একটি পেজ প্রদর্শিত হবে। 

এখানে গ্রাহককে নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম অনুসরনে গ্রাহককে নিজের স্ক্রিনশট নিতে হবে এই বিষয়ে বিবরণী দেওয়া আছে বিবরণী ভালো করে পড়ে নিন এবং পরবর্তী বাটনে প্রেস করুন।

এখন আপনি আপনার স্ক্রিনশট নিয়ে পরবর্তী বাটনে টিপ করলেই সফলভাবে আপনার নগদ একাউন্টের হালনাগাদ সম্পন্ন হবে।

নগদ একাউন্ট ঠিক করতে পরামর্শ

বিশেষ দ্রষ্টব্যঃ নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট হালনাগাদ করতে আপনি আপনার অরজিনাল ভোটার আইডি কার্ড স্ক্যান করে নগদ কেওয়াইসি ফরম পূরণ করুন।

ভোটার আইডি কার্ডের ফটোকপি দ্বারা কখনোই নগদ একাউন্ট হালনাগাদ করবেন না।

কেননা নগদ অফিশিয়ালি যখন আপনার নগদ একাউন্ট রিভিউ করবে যদি কোনো কারণে তাদের মনে হয় যে আপনার তথ্যগুলো পরিপূর্ণ না তখন তারা পুনরায় আপনার অ্যাকাউন্টটি হালনাগাদ করার জন্য বলতে পারে।

তাই আপনার উচিত নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম টি সঠিকভাবে অনুসরণ করা।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া