আলোর নিউজ https://www.alornews.com/2022/06/blog-post.html

কিভাবে জিমেইলে ‘স্মার্ট কম্পোজ’ ব্যবহার করবেন।




কিভাবে জিমেইলে ‘স্মার্ট কম্পোজ’ ব্যবহার করবেন। প্রযুক্তির দুনিয়ার বিপ্লব এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। স্মার্টফোন ও অন্যান্য প্রযুক্তিগত দুনিয়াকে আমুল বদলে দিয়েছে এটি। আজকাল বেশিরভাগ কাজ কম্পিউটার বা স্মার্টফোন নিজে থেকেই সিদ্ধান্ত নিতে শিখেছে। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একের পর এক চমকপ্রদ সেবা চালু করেছে গুগল। কোম্পানির অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ও অন্যান্য অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিশ্বব্যাপী স্মার্টফোন গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতা বদলে দিয়েছে। তাই আমরা জানতে চলেছি কিভাবে জিমেইলে স্মার্ট কম্পোজ ব্যবহার করবেন। স্মার্ট কম্পোজ সম্পর্কে জানার জন্য এই পোষ্টটি আমরা মনোযোগ সহকারে পড়বো।

আড়ো পড়ুনঃ উইন্ডোজ রিকভারি টুল ব্যবহার করে কিভাবে মুছে ফেলা ফাইল গুলো পুনরুদ্ধার করবেন?

সম্প্রতি জি-মেইলে 'স্মার্ট কম্পোজ’ নামে একটি ফিচার যোগ হয়েছে। এই ফিচারে ই-মেইল কম্পোজ করার সময় পরবর্তী শব্দ অনুমান করতে পারে গুগল। আগে জি-মেইল ডেস্কটপে এই ফিচার যোগ হলেও সম্প্রতি অ্যানড্রয়েড ফোনে এই ফিচার এসেছে।

সূচিপত্রঃ কিভাবে জিমেইলে ‘স্মার্ট কম্পোজ’ ব্যবহার করবেন।

একাট গুগল অ্যাকাউন্ট

জিমেইলে স্মার্ট কম্পোজ করার জন্য প্রথমত আপনাকে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি আপনার ফোন কম্পিউটার থেকে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে নিন।

আপডেট জিমেইল অ্যাপ

তারপর আপনাকে জিমেইল অ্যাপটি আপডেট করতে হবে। আপনি আপনার ফোন থেকে জিমেইল অ্যাপটি আপডেট করে নেন।

আপডেটের পরে জিমেল নিজে থেকেই স্মার্ট কম্পোজ এনেবল করার অপশন দেবে। নতুন ইমেল কম্পোজ করার সময় এই অপশন স্ক্রিনে আসবে।

তাই নতুন এই ফিচার অ্যাক্টিভ করার জন্য জিমেল ওপেন করে ডান দিকে নিচে '+’ বাটনে ক্লিক করুন। তবে সেটিংস এ গিয়েও ম্যানুয়ালি 'স্মার্ট কম্পোজ’ অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করা যাবে। দেখে নিন কীভাবে?

আড়ো পড়ুনঃ উইন্ডোজ রিকভারি টুল ব্যবহার করে কিভাবে মুছে ফেলা ফাইল গুলো পুনরুদ্ধার করবেন?

কিভাবে জিমেইলে ‘স্মার্ট কম্পোজ’ ব্যবহার করবেন নিয়মাবলী।

স্টেপ ১। জিমেল অ্যাপ ওপেন করে বাঁ দিকে উপরে তিনটি দাগে ট্যাপ করুন।

স্টেপ ২। এবার সেটিং সিলেক্ট করুন।

স্টেপ ৩। জেনারেল সেটিংস এর নিচে 'স্মার্ট কম্পোজ’ অপশন খুঁজে পাবেন।

স্টেপ ৪। ডান দিকে অন/অফ বাটনে ট্যাপ করে স্মার্ট কম্পোজ ফিচার চালু অথবা বন্ধ করতে পারবেন।


এতোদিন শুধুমাত্র কম্পিউটার থেকে স্মার্ট কম্পোজ ব্যবহার করা গেলেও নতুন আপডেটে অ্যানড্রয়েড ফোন থেকেও এই ফিচার ব্যবহার করা যাবে। এই ফলে ইংরেজিতে আরও তাড়াতাড়ি জি-মেইল কম্পোজ করা যাবে।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া