আলোর নিউজ https://www.alornews.com/2022/04/blog-post_71.html

কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড সক্ষম করবেন

 

গুগল ক্রোম আমাদের গুগল একাউন্টের সাথে খুব ভাল করে সিঙ্ক করে। স্থিতিশীল কর্ম ক্ষমতা প্রদান করেন ‌ ফলে আমরা অনেকেই গুগল ক্রোম ব্যবহার করে থাকি। ক্রোমবুক প্রেমি মানুষদের জন্য একটি সুখবর রয়েছে। এটি হলো ক্রোমবুকের ডার্ক মোড অপশনটি তৈরি করা হয়েছে। আমরা অনেকেই এখনো জানিনা কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড সক্ষম করবেন।




আপনি কি জানতে চান কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড সক্ষম করবেন। তাহলে আজকের এই পোষ্ট টি আপনার জন্য। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই আপনার উইন্ডোজ টেন, অ্যান্ড্রয়েড ,আইওএস, ম্যাক ওএসে কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড সক্ষম করবেন?

পেজ কনটেন্ট সূচিপত্র:কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড অন করবেন 

ডার্ক মোড কি 

সাধারণত আমাদের ফেসবুক ,মেসেঞ্জার ,ক্রোমবুকের স্ক্রিনটা সাদা থাকে। এই স্বাদ আইসক্রিমটা ফিলিপ করে ব্যাকগ্রাউন্ড অন্ধকার করাই হলো ডার্ক মোড। ক্রোমের UI ডার্ক মোড ফিলিপ করা সব সময় আপনি যে ওয়েবসাইটগুলোতে যান সেগুলো  ফিলিপ করে না। 

এটি তাদের একটি অন্ধকার মোড আছে কিনা তার ওপর নির্ভর করে। রাইট পরিচালনা করে তারা যদি এটি তৈরি না করে থাকে তাহলে ডার্ক মোড প্রদর্শন করা যাবে না।

ডার্ক মোড কেন ব্যবহার করবেন

আমরা অনেকেই আছি যারা শুধুমাত্র সৌন্দর্যের জন্য বা ব্যক্তিগতভাবে পছন্দের কারণে ডার্ক মোড ব্যবহার করে থাকি। হ্যাঁ অবশ্যই আপনি  আপনার ব্যক্তিগত পছন্দের কারণে ডার্ক মোড ব্যবহার করতেই পারেন। তবে শুধু ব্যক্তিগত পছন্দ ছাড়াও ডার্ক মোড ব্যবহার করা উচিত।

 আমি আমার নিজের মতামত থেকে বলছি, ডার্ক মোড ব্যবহার করার একটি অন্যতম উপকারিতা হলো আমরা যদি দীর্ঘক্ষন সাদা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি তাহলে এটি আমাদের চোখের জন্য ক্ষতিকর হতে পারে। উজ্জল পর্দার কারণে আপনার চোখ ক্লান্ত বোধ করতে পারে। ফলে আপনার চোখে সমস্যা বা আপনার ঘুমের ধরন ও নষ্ট হতে পারে।

আড়ো পড়ুনঃ ১০ টি ছোট, ফ্রী কিন্তু শক্তিশালী উইন্ডোজ সফটওয়্যার ।

এছাড়াও ডার্ক মোড ব্যবহার করার আরও একটি উপকারিতা বা সুবিধা রয়েছে। ডার্ক মোড  স্ক্রিনে ফোকাস করা এবং কোনো টেক্সট করো খুবই সহজ। এছাড়াও আপনার মোবাইল ডিভাইসে বেটারি লাইফ উন্নত করতে পারে।

উইন্ডোজ 10 এ কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড অন করবেন  

চলুন দেখে নেই উইন্ডোজ 10 এ কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড অন করবেন  :

আপনার উইন্ডোজ টেন এর ডার্ক মোড অন করতে প্রথমে Start এ ক্লিক করুন। অথবা Win কী টি টিপুন।

  • Settings এ ক্লিক করুন।
  • Personalization এ ক্লিক করুন।
  • মেনু বার থেকে Colour সিলেক্ট করুন।
  • "Choose your default app"থেকে ডার্ক মোড অন করুন।

এভাবে যদি আপনি আপনার উইন্ডোজ 10 এ  ক্রোমবুকে ডার্ক মোড অন করবেন  ।

iOS এ কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড অন করবেন 

iOS এ কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড সক্ষম করবেন :

  • আপনার ক্রোমবুকে যান।
  • ওপরে ডানপাশে থ্রি ডটে ক্লিক করুন।
  • Settings এ আলতো চাপুন।
  • Theme এ আলতো চাপুন।
  • ডার্ক অপশনটি সিলেক্ট করুন।

আড়ো পড়ুনঃ ১০ টি ছোট, ফ্রী কিন্তু শক্তিশালী উইন্ডোজ সফটওয়্যার ।

তাহলে বুঝতে পেরেছেন খুব সহজেই iOS এ কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড অন করবেন 

অ্যান্ড্রয়েডে কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড অন করবেন 

বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না এমন লোকের সংখ্যা খুবই কম আছে। আর ফেসবুক ,মেসেঞ্জার, ক্রোমে আমাদের অনেকেরই ডার্ক মোড পছন্দের। চলুন দেখে নেই অ্যান্ড্রয়েডে কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড সক্ষম করবেন ।

iOS এ কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড সক্ষম করবেন :

  • আপনার ক্রোমবুকে যান।
  • ওপরে ডানপাশে থ্রি ডটে ক্লিক করুন।
  • Settings এ আলতো চাপুন।
  • Theme এ আলতো চাপুন।
  • ডার্ক অপশনটি সিলেক্ট করুন।

এটি খুবই একটি সহজ উপায়। আমরা হয়তো আপনি কি বুঝাতে সক্ষম হয়েছি iOS এ কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড সক্ষম করবেন ।

ম্যকে কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড অন করবেন 

গুগল ক্রোম ম্যাকের সিস্টেম পছন্দগুলো মেনে চলে তাই আপনার সিস্টেম জুড়ে অন্ধকার মোডে সুইচ করলে ক্রোম কিছুটা গারো হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেই ।ম্যকে কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড অন করবেন :

  • আপনার মেনুবারে অ্যাপেল আইকনে ক্লিক করুন।
  • "System preferences" নির্বাচন করুন।
  • "General"নির্বাচন করুন।
  • Appearance ট্যাবের অধীনে "Dark"নির্বাচন করুন। এভাবে আপনি আপনার ম্যকে  ক্রোমবুকে ডার্ক মোড অন করবেন ।

আড়ো পড়ুনঃ ১০ টি ছোট, ফ্রী কিন্তু শক্তিশালী উইন্ডোজ সফটওয়্যার ।

বন্ধুরা আজকের পোস্টে আমি আপনাকে দেখিয়েছি কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড সক্ষম করবেন। আশা করি পোস্টটি পড়ে আপনি বুঝতে পেরেছেন কিভাবে ক্রোমবুকে ডার্ক মোড সক্ষম করবেন। পোস্টটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি ছুড়ে দিন। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ পোস্ট জানতে আমাদের অডিনারি আইটি ওয়েবসাইটে ভিজিট করার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।


অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া