আলোর নিউজ https://www.alornews.com/2021/03/blog-post_2.html

কিভাবে ব্রাউজার থেকে ক্যাশ এবং কুকিজ রিমুভ করবেন

 যখন আপনি কোন ওয়েবসাইট ভিজিট করেন তখন আপনার ব্রাউজার ক্যাশ এবং কুকিজ হিসেবে কিছু সাময়িক ডেটা সংরক্ষন করে। 


আড়ো পড়ুনঃ কিভাবে Alt + Tab এর কাজ কাস্টমাইজ করবেন

এই ডেটাগুলো আপনার পেজ দ্রুত ডাউনলোড করতে সাহায্য করে, এবং আপনার পছন্দের সাইট অনুযায়ী আপনার ব্রাউজিং কে আরো দ্রুত এবং উপভোগ্য করে তোলে। ব্রাউজার কুকিজ রিমুভ করা ব্রাউজার এর জন্য উপকারী। কিন্তু কুকিজ বেশী জমে গেলে ব্রাউজার স্লো হয়ে যেতে পারে। তখন আপনার ব্রাউজার  সঠিকভাবে কাজ করতে বেশী সময় নেবে। এই অসুবিধা দূর করতে ব্রাউজার থেকে নিয়মিত কুকিজ রিমুভ করা প্রয়োজন। প্রিয় পাঠক আজ আমরা আলোচনা করব কিভাবে ব্রাউজার থেকে কুকিজ রিমুভ করবেন এই বিষয়টি নিয়ে। দেরী না করে চলুন জেনে নেয়া যাক" কিভাবে ব্রাউজার থেকে কুকিজ রিমুভ করবেন" 



পেজ কন্টেন্ট

  • Google Chrome
  • Mozila firefox
  • Microsoft Edge
  • Opera
  • Safari

Google Chrome

১. প্রথমে "Google Chrome" ব্রাউজার ওপেন করুন। এরপর ব্রাউজার এর উপরের ডান দিকের থ্রি ডট মেনু তে ক্লিক করুন। 


২. এরপর ড্রপ ডাউন মেনু থেকে "Settings" ওপেন করুন।

৩. এরপর স্ক্রিনের বাম দিকের "privacy and security" অপশন এ ক্লিক করুন।

৪. এরপর "Privacy and Security" সেকশন থেকে "clear browsing data" অপশন এ ক্লিক করুন।

৫. এরপর যে উইন্ডোটি ওপেন হবে, সেখানে " Advanced" ট্যাব এ ক্লিক করুন।

আড়ো পড়ুনঃ কিভাবে Alt + Tab এর কাজ কাস্টমাইজ করবেন 

৬. এরপর Time range সিলেক্ট করুন (A) এরপর "cookies and other site data" বক্স এ টিক মার্ক দিন। এরপর

Mozila firefox 


১.প্রথমে Mozila firefox ব্রাউজার ওপেন করুন। এরপর ব্রাউজার উইন্ডোর উপরের দিকের ডান কোনায় মেনু বার এ ক্লিক করুন। এরপর "Drop down menu" তে গিয়ে "options" এ ক্লিক করুন।


২. পরবর্তী উইন্ডোতে বাম দিকের "navigation pane" এ "privacy and security" অপশন এ ক্লিক করুন। 

৩. এরপর "Cookies and site data" সেকশন এ গিয়ে "clear data button" এ ক্লিক করুন। 

৪. "Clear data" বাটন এ ক্লিক করার পর দুইটা বক্স আসবে। বক্স এ টিক চিহ্ন দিন। ভালভাবে বুঝতে নিচের চিত্র দেখুন।

৫. পরবর্তী "promt" এ "clear now" অপশন এ ক্লিক করুন। ব্যাস "Mozila firefox" ব্রাউজার থেকে সব কুকিজ রিমুভ হয়ে যাবে।

Microsoft Egde


১. প্রথমে Microsoft Edge ব্রাউজারওপেন করুন। এরপর ব্রাউজার উইন্ডো এর উপরের ডান কর্নারে থাকা "Settings and more" অপশন এ ক্লিক করুন। এরপর "Drop down menu" এর নিচের দিকে থাকা "Settings" অপশন সিলেক্ট করুন।

২. এরপর "Settings" সেকশন এর "Privacy, search, and services" অপশন এ ক্লিক করুন।

৩. এরপর "clear browsing data" সেকশন এর নিচে "choose what to clear" বাটন প্রেস করুন।

৪. এরপর একটি "promt" আসবে, সেখানে "Time range" এ "all time" সিলেক্ট করুন। এরপর দুইটি বক্স দেখতে পাবেন "Cookies and other site data"

আড়ো পড়ুনঃ কিভাবে Alt + Tab এর কাজ কাস্টমাইজ করবেন

এবং " Cached images and files" এই অপশন দুইটির পাশে, সেগুলোতে চিত্রে যেভাবে দেখানো আছে সেভাবে টিক মার্ক দিন। এরপর "clear now" বাটন এ ক্লিক করুন। ব্যাস "Microsoft Edge" ব্রাউজার থেকে সব কুকিজ রিমুভ হয়ে যাবে। 

Safari


১. ব্রাউজার কুকিজ রিমুভ করতে প্রথমে " Safari" ব্রাউজার ওপেন করুন। এরপর স্ক্রিনের উপরে বাম দিকের মেনুবার এ গিয়ে "Safari" সিলেক্ট করুন।

"safari" সিলেক্ট করার পর "Drop down menu" পাবেন, সেখান থেকে "preferences" সিলেক্ট করুন।


২. এরপর "privacyট্যাব এ ক্লিক করুন,সেখান থেকে "manage website data" বাটন এ ক্লিক করুন।


৩. এরপর যে উইন্ডো টি আসবে, সেখানে "Remove all" বাটন এ ক্লিক করুন।


৫. এরপর যে "Promt" আসবে সেখানে "Remove now" বাটন এ ক্লিক করুন। সবশেষে পরের উইন্ডো তে গিয়ে "Done" বাটন ক্লিক করুন। ব্যাস "safari" ব্রাউজার থেকে সব কুকিজ রিমুভ হয়ে যাবে। 


Opera

১. ব্রাউজার কুকিজ রিমুভ করতে প্রথমে "Opera" ব্রাউজার ওপেন করুন। এরপর স্ক্রিনের উপরের বাম দিকের কোনায় "opera" বাটন এ ক্লিক করুন। এরপর "Drop down menu" তে গিয়ে "settings"  সিলেক্ট করুন।

২. এরপর "settings" উইন্ডো তে গিয়ে "Advanced" বাটন এ ক্লিক করুন।  এরপর "privacy and security" অপশন এ ক্লিক করুন। 

৩. "Privacy and security" সেকশন এ গিয়ে "clear browsing data" সিলেক্ট করুন।


আড়ো পড়ুনঃ কিভাবে Alt + Tab এর কাজ কাস্টমাইজ করবেন

৪. এরপর যে উইন্ডো টি ওপেন হবে সেখানে "advanced" ট্যাব এ ক্লিক করুন। এরপর "Time range" অপশনে ক্লিক করে "All time" সিলেক্ট করুন যাতে সবসময় ডেটা রিমুভ হয়। এরপর "cookies and other site data" এর পাশে যে বক্স আসবে সেখানে টিক মার্ক দিন। এরপর "clear data" বাটন এ ক্লিক করুন। বুুুঝতে অসুবিধা হলে নিচের চিত্রটি দেখুন। ব্যাস "Opera" থেকে সব কুকিজ রিমুভ হয়ে যাবে। 

উপসংহার

প্রিয় পাঠক নিয়মিত ব্রাউজার কুকিজ রিমুভ করলে আপনার ব্রাউজার আরো ভালভাবে পেজ লোড করবে।ব্রাউজার কুকিজ রিমুভ করা ব্রাউজার এর জন্য উপকারী। আপনি আরো দ্রুত যেকোন প্রোগ্রাম ডাউনলোড বা ইন্সটল দিতে পারবেন। যদিও কুকিজ প্রাথমিকভাবে আপনার পছন্দের সার্চগুলি সহজে প্রদর্শন করে। কিন্তু বেশী কুকিজ জমে গেলে এগুলো ব্রাউজার কে স্লো করে ফেলে। আশা করি আজকের আর্টিকেল টি পড়ার পর আপনারা  সহজে ব্রাউজার কুকিজ রিমুভ করতে পারবেন। আজকের মত এখানেই শেষ করছি, ব্রাউজার কুকিজ রিমুভ বিষয়ে বিস্তারিত জানতে বা যেকোন মতামত জানাতে আমাদের কমেন্ট করতে পারেন। আমরা যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। 

ধন্যবাদ সবাইকে। 










অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া