আলোর নিউজ https://www.alornews.com/2022/03/alt-tab.html

উইন্ডোজ ১০ এ কিভাবে Alt + Tab এর কাজ কাস্টমাইজ করবেন

উইন্ডোজ ১০ এর অন্যতম শ্রেষ্ঠ  ফিচার  হচ্ছে কাস্টমাইজেবল বা পরিবর্তনযোগ্য টাস্ক সুইচার। উইন্ডোজের নতুন আপডেটের পর টাস্ক সুইচার উইন্ডোজের সরাসরি প্রিভিউ দেখিয়েছে এবং আপনাকে একটি দারুন সুবিধা দিয়েছে এই ফিচারের মাধ্যমে অপশন সহজে পরিচালনা করার। 

যদিও নতুন এই ফিচারটি অনেক পুরানো উইন্ডোজ ভার্সন ব্যবহারকারীদের জন্য কিছুটা অসুবিধাজনক কারন তারা আগের সাধারন টাস্ক সুইচারের সাথে অভ্যস্ত, যেটাতে  কোন এনিমেশন নেই। নতুন আপডেটে "Microsoft Edge" ট্যাবস, টাস্ক সুইচারের নতুন সংযোজন। পাঠক আপনি যদি পুরানো কনফিগারেশন ব্যবহার করে থাকেন কিন্তু  আপনার উইন্ডোজ ১০ এ Alt + Tab এর  নতুন ফিচার ব্যবহার করতে চান  তাহলে নিম্নলিখিত গাইডলাইন অনুসরন করুন।


আড়ো পড়ুনঃ কিভাবে উইন্ডোজ ১০ এর লগইন পাসওয়ার্ড রিসেট করবেন।

উইন্ডোজ ১০ এ  Alt + Tab এর কাজ কাস্টমাইজ করুন

এখানে আমরা উইন্ডোজ ১০ এ Alt + Tab এর কাজ কাস্টমাইজের দুইটি উপায় উল্লেখ করতে যাচ্ছি। আপনি চাইলে আগের সাধারন টাস্ক সুইচার ব্যবহার করতে পারেন অথবা চালু করতে পারেন "Edge Tabs" যখন আপনি অনেকগুলো অ্যাপ একসাথে পরিচালনা করবেন। নিচের লিংককৃত গাইডলাইন অনুসরণ করে আপনি এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। 

উইন্ডোজ ১০ এ পুরানো Alt + Tab এর ফাংশনে কিভাবে ফিরে যাবেন

১. প্রথমে রান Window ওপেন করতে Win + R প্রেস করুন। এরপর ডায়ালগ বক্সে "regedit" টাইপ করুন এবং ইন্টার বাটন প্রেস করুন, এরপর Registry Editor ওপেন হবে।


২.এরপর নিচের লেখাটি কপি করে "Address bar"  এ লেখাটি পেস্ট করুন। এরপর আপনি সরাসরি "Explorer folder" এ প্রবেশ করবেন।নিচের চিত্রটি লক্ষ্য করুন। তাহলে বিষয়টি সহজে বুঝতে পারবেন।

৩.এখন Explorer এর নিচের ডান দিকের Empty pane এ  ক্লিক করুন এবং সিলেক্ট করুন “DWORD (32-bit)  Value“.


৪.এখন ভ্যালু নেমকে Alt + TabSettings এ রিনেম করুন এবং ইন্টার প্রেস করুন।নিচের চিত্রটি লক্ষ্য করুন। তাহলে বিষয়টি সহজে বুঝতে পারবেন।


৫.এরপর AltTabSettings এ ডাবল ক্লিক করুন এবং value data to 1 পরিবর্তন করুন,এবং শেষে "Ok" প্রেস করুন।

আড়ো পড়ুনঃ কিভাবে উইন্ডোজ ১০ এর লগইন পাসওয়ার্ড রিসেট করবেন।

৬.এখন আপনার কম্পিউটারটি রিস্টার্ট দিন এবং আপনি  উইন্ডোজ ১০ এ Alt + Tab এর আগের ফাংশন ফিরে পাবেন । এক্ষেত্রে যদি আপনি আবার আগের আপডেটেড টাস্ক সুইচার ফেরত পেতে চান তাহলে শুধুমাত্র value data 0 তে পরিবর্তন করে নিন। ব্যাস শুধু এটুকুই। বিষয়টি অনেক সহজ মনে হচ্ছে,তাই নয় কি?

"Microsoft Edge" ট্যাবটি Alt+Tab টাস্ক সুইচারে দেখাতে যা করবেন

উইন্ডোজ ১০ এর নতুন আপডেটের পর ব্যবহারকারীরা অভিযোগ করেছেন যে, যখন Alt+Tab এর শর্টকাট ব্যবহার করা হচ্ছে, টাস্ক সুইচারে ব্রাউজার ট্যাবস ওপেন হচ্ছে না। আপনিও যদি এই একই সমস্যাটির সম্মুখীন হয়ে থাকেন তাহলে এখানে আপনার জন্য সমাধান রয়েছে। জেনে নিন কিভাবে আপনি Alt+Tab এর ফাংশন রিস্টোর করবেন।

১.স্টার্ট মেনুতে গিয়ে সেটিংস সার্চ করুন এবং ওপেন করুন।প্রক্রিয়াটি খুবই সহজ এবং সময় সাশ্রয় করে।


২.এরপর ধাপ অনুসরণ করুন System -> Multitasking. এখানে  “Alt + Tab”  সেকশনের নিচে সিলেক্ট করুন “Open Windows and all tabs in Edge”.

৩.এরপর যখনই আপনি উইন্ডোজ ১০ এ Alt + Tab এর শর্টকাট ব্যবহার করবেন,তখন টাস্ক সুইচারে আপনার আলাদা "Microsoft Edge" ট্যাবস ব্যবহার করতে পারবেন।

  • টাস্ক সুইচার দুইভাবে ব্যবহার করা যায়
  • নতুন ও পুরানো সকল ব্যবহারকারী ব্যবহার করতে পারেন
  • "Microsoft Edge" ট্যাব ব্যবহার করা যায়
  • খুবই দ্রুত যেকোন টাস্ক সুইচার সুবিধা চালু করা যায়
  • কাজে গতিশীলতা আনে ও সময় বাচায়

আড়ো পড়ুনঃ কিভাবে উইন্ডোজ ১০ এর লগইন পাসওয়ার্ড রিসেট করবেন।

উইন্ডোজ ১০ এ টাস্ক সুইচারকে পারসোনালাইজ করুন

প্রিয় পাঠক উপরিউক্ত উপায়সমূহের মাধ্যমে আপনি Alt+Tab এর ফাংশন কাস্টমাইজ করতে পারবেন।বিগত বছরগুলোতে টাস্ক সুইচারে অনেক ধরনের পরিবর্তন এসেছে। যুক্ত হয়েছে অনেক নতুন ফিচার।এগুলোর কিছু ব্যবহারকারীরা পছন্দ করেছে,কিছু পরিবর্তন পছন্দ করেনি। আগের টাস্ক সুইচার ফাংশনই পুরানো ব্যবহারকারীদের কাছে বেশী পছন্দনীয়। তাই এখানে দুই উপায়ে কাস্টমাইজের কথা আলোচনা করা হয়েছে।

তো আজকের মত এখানেই শেষ করছি।বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইলে চাইলে ভিজিট করুন "Windows 10 tips & tricks" আপনার এ বিষয়ে কোন মতামত অথবা প্রশ্ন থাকলে কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে জানান। আমরা দ্রুত এর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।


অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া